সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনো পানি নেমে যায়নি। এ অবস্থায় ঢাকাতেই ফিরে এসেছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটাররা। ক্যাম্প চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে সিলেটের ক্যাম্প আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সড়ক পথে ক্রিকেটারদের ফিরিয়ে আনা হয়েছে ঢাকায়।
কক্সবাজারের পর সিলেটে চলছিল ক্যাম্প। সেই ক্যাম্প চলার কথা ছিল ৬ জুলাই অব্দি। কিন্তু বন্যার কারণে আগেই ঢাকায় ফেরানো হয়েছে তাদের। বিসিবির পরিচালক ও হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দূর্জয় রোববার বলেন, ‘আমরা ছেলেদের ঢাকায় ফিরিয়ে এনেছি। প্রত্যেকে সুস্থ আছে। আপাতত তাদের বিশ্রামে রাখছি। কয়েকদিনের ভেতরেই আবার মাঠে ফিরবে তারা। এরপর টানা অনুশীলন হবে।’
পর্যটন নগরী কক্সবাজারে গত ১৬ মে শুরু হয় এইচপির ফিটনেস ক্যাম্প। সেখান থেকে সিলেটে ২ জুন থেকে স্কিল ট্রেনিং শুরু হয়। এ অবস্থায় ঢাকায় এখনই ক্যাম্প শুরু করতে পারবে না এইচপি দল। বাংলাদেশ টাইগার্স নিয়মিত অনুশীলন করছে। এ কারণে ঢাকায় কিছুদিন বিরতিতে থাকতে হচ্ছে। এ কারণেই সকালে ও বিকেলে এইচপির জন্য মাঠ ফাঁকা করে দুপুরের সময়টা টাইগার্সের জন্য সময় ঠিক করে দেবে বিসিবি।
ঈদের ছুটির পর এইচপি দলের ক্যাম্পের শেষ পর্ব হওয়ার কথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে ভেন্যু পাল্টে চট্টগ্রামের বদলে খুলনায় হবে এইচপির ক্যাম্পের শেষ পর্ব।
বিসিবি এইচপি দল-
শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান, এনামুল হক, সুমন খান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, সাব্বির হোসেন, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, আকবর আলী, রকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
Discussion about this post