ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ দল টিম হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে আছে। তার আগেই তাদের দিতে হয়েছিল প্রথম ধাপের করোনা পরীক্ষা। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সে পরীক্ষায় সফরকারীদের সবাই করোনা নেগেটিভ। উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে ব্যাপারটি নিশ্চিত করেছেন।
ডারিও বার্থলে বলেন, ‘আমাদের দলের সবাই সুস্থ আছে। সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমাদের দ্বিতীয় পরীক্ষা হবে আগামী বৃহস্পতিবার। আশা করছি এদিন থেকেই আমরা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারব। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।’
সফরকারীদের দ্বিতীয় করোনা পরীক্ষা মঙ্গলবার হওয়ার কথা থাকলেও দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার হবে। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রায় ৪০ জনের বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবীয়রা।
ক্যারিবীয় দল আছে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়। সেখানে সবধরনের করোনা প্রটোকল মেনেই থাকছে দলটি। আরও দুদিন তাদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। ১৪ জানুয়ারি থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবে তারা।
প্রথমবারের আগামী বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে মতো অনুশীলন করবে ক্যারিবীয়রা। যেখানে ১৪ থেকে ১৭- এ চারদিন অনুশীলনের পর আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যেই গা গরমের ম্যাচে অংশ নেবে সফরকারীরা।
২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু হবে উইন্ডিজের। ২২ জানুয়ারি একই মাঠে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। এর আগে তারা ১৮ জানুয়ারি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, হেইডেন ওয়ালশ ও কিওন হোর্ডিং।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।
Discussion about this post