বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। তবে দল বায়ো-বাবল মানে জৈব সুরক্ষা বলয়ে পা রাখল মঙ্গলবার। ১৮ সদস্যের ঘোষিত শ্রীলঙ্কান দলের সঙ্গে সব কোচ ও কর্মকর্তারাও সুরক্ষে বলয়ে চলে এসেছেন। এই বলয় ধরে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে লঙ্কান জাতীয় ক্রিকেট দল।
জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগেই করোনাভাইরাস পরীক্ষা করা হয় বাংলাদেশ সফরে জন্য ঘোষিত স্কোয়াডের সদস্যদের। সেখানে প্রাথমিক স্কোয়াডের দুজন করোনাভাইরাসে আক্রান্ত হন। দলটির দুই সদস্য অলরাউন্ডার ধানাঞ্জায়া লাকশান ও ঈষান জয়ারত্নে করোনা পজিটিভ হয়েছেন বলে জানায় শ্রীলঙ্কান গণমাধ্যম।
নেগেটিভ হয়ে যারা সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন তাদের নিয়ে মঙ্গলবার থেকে অনুশীলন পর্ব শুরু হয়েছে। সব ঠিক থাকলে সফরকারীরা ঢাকায় আসবে আগামী ১৬ মে। ৩ দিন রুম কোয়ারেন্টাইন করবে লঙ্কান দল। এর মধ্যে দুই বার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল পেলে ১৯ মে থেকে অনুশীলন শুরু করবে।
আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে এই সিরিজের ম্যাচ তিনটি হবে ২৩, ২৫ ও ২৮ মে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিটি ম্যাচই দিবা-রাত্রির।
বাংলাদেশ সফরের ১৮ সদস্যের শ্রীলঙ্কা দল-
কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।
Discussion about this post