ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমেছিল দুই দলই। তবে জয় হলো কুমিল্লা ভিক্টোরিয়ানসের। তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ইমরুল কায়েসের দল। শুক্রবার মিরপুরের শেরেবাংলায় তামিম ইকবালের অসাধারণ শতরানে ফাইনাল জিতে নিয়েছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।
হোম অব ক্রিকেটে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ২০ ওভারে ৩ উইকেটে করে ১৯৯ রান। জবাব দিতে নেমে ম্যাচটা জমিয়ে তুলেছিল ঢাকা। তবে শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রানে অঅটকে যায় সাকিব আল হাসানের দল। ১৭ রানের জয়ে ফের বিপিএল ট্রফি গেল কুমিল্লায়।
তবে জয়ের নায়ক একজনই, তামিম ইকবাল। এদিন ব্যাট হাতে রীতিমতো ম্যাজিক দেখালেন তিনি। তামিম একাই করলেন ৬১ বলে অপরাজিত ১৪১। কুমিল্লার অন্য সব ব্যাটসম্যান মিলে করেছেন ৫৯ বলে ৪৭! অতিরিক্ত থেকে বাকি ১১ রান।
তারই পথ ধরে রেকর্ডও গড়লেন তামিম। ৫০ বলে করেন শতরান। যা বিপিএলেই শুধু নয়, টি-টুয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম শতক। আর এটি বিপিএলের ফাইনালে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। তামিমের ইনিংসে ছিল ১০টি চার ও ১১টি ছক্কা।
২০১৩ সালে বিজয় দিবস টি-টুয়েন্টিতে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে করেন ১৩০ রান এনামুল হক। একইসঙ্গে বিপিএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা সাব্বির রহমানকেও ( ১২২) টপকে গেলেন তামিম।
এরপর জবাব দিতে নেমে শুরুতে সুনিল নারাইনকে হারালেও চাপ সামলে উঠে ঢাকা। অসাধারণ খেলতে থাকেন উপুল থারাঙ্গা আর রনি তালুকদার। তার ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে দল। থারাঙ্গা ২৭ বলে করেন ৪৮ রান। আর রনি ঝড় তুলে ৩৮ বলে ৬৬। কিন্তু অন্যরা সুপারফ্লপ। তাতেই সবর্নাশ। ঢাকাকে শেষ পর্যন্ত উড়িয়ে ট্রফি জিতল কুমিল্লা!
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৯৯/৩ (তামিম ১৪১*, লুইস ৬, এনামুল ২৪, শামসুর ০, ইমরুল ১৭*; রাসেল ৪-০-৩৭-০, রুবেল ৪-০-৪৮-১, সাকিব ৪-০-৪৫-১, নারাইন ৪-০-১৮-০, অনিক ২-০-১৯-০, শুভাগত ১-০-১৪-০, মাহমুদুল ১-০-১২-০)।
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮২/৯ (থারাঙ্গা ৪৮, নারাইন ০, রনি ৬৬, সাকিব ৩, পোলার্ড ১৩, রাসেল ৪, সোহান ১৮, শুভাগত ০, মাহমুদুল ১৫, রুবেল ৫*, অনিক ১*; সাইফ ৪-০-৩৮-২, মেহেদি ৩-০-৩০-০, ওয়াহাব ৪-০-২৮-৩, সঞ্জিত ১-০-১০-০, আফ্রিদি ৪-০-৩৭-০, থিসারা ৪-০-৩৫-২)।
ফল: কুমিল্লা ১৭ রানে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
টুর্নামেন্টসেরা: সাকিব আল হাসান
Discussion about this post