ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা পুনরুদ্ধারের মিশনে শক্তিশালী দল নিয়েই নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছে দলটি। ৬ষ্ঠ আসরের
সবচেয়ে বেশী খরচ করা দল ভিক্টোরিয়ানস। দলটি এবার দেশি-বিদেশি খেলোয়াড় টানতে মোট খরচ করছে ৬ কোটি ২২ লাখ টাকা। সবচেয়েয়ে কম টাকা খরচ করেছ ঢাকা ডায়নামাইটস। সব মিলিয়ে এখন পর্যন্ত দলটির ব্যয় মাত্র ১ কোটি ৭৭ লাখ টাকা।
২০১৯ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই আসরকে সামনে রেখে গত পরশু অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট শেষে চলছে হিসেবনিকেশ- কোন দল এবার কী পরিমাণ অর্থ খরচ করেছে। ষষ্ঠ বিপিএলের খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, আর সবচেয়ে কম অর্থ খরচ করেছে ঢাকা ডায়নামাইটসের।
কুমিল্লার মোট খরচ হয়েছে ৬ কোটি ২২ লাখ টাকা। এরমধ্যে ১ কোটি ২৪ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ৪ কোটি ৯৮ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করেছে দলটি।
Discussion about this post