ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই এডিস মশার কামড়ে আক্রন্ত হচ্ছেন অনেকেই। এরইমধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। যা মোকাবিলা করা কঠিন হয়ে যাচ্ছে। বিষয়টি ভাবাচ্ছে ক্রিকেটারদের। এরমধ্যে সাব্বির রহমান-সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজারা যে যার অবস্থান থেকে ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক কাজ করছেন।
ডেঙ্গু থেকে বাঁচতে মানুষের সচেতনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সাব্বির রহমান। শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরে এ অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীরা। তবে অনেকে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি, ডেঙ্গুতে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবার সচেতনতাই মূখ্য। মহান সৃষ্টিকর্তা সবাইকে হেফাজতে রাখুন।’
এর আগে গত বৃহস্পতিবার বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সাকিব আল হাসান। সেখানে তিনি ডেঙ্গু প্রতিরোধে বলেন, ‘আমাদের দায়িত্ব আছে এই শহরকে ভালো রাখার। আমাদের উচিত সবাইকে সচেতন করা। সে জন্যই মনে হয়েছে আমারও কিছু করা উচিত। তাই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছি।’
সাকিব-সাব্বিরের মতো ডেঙ্গু মোকাবেলায় কাজ করছেন মাশরাফি বিন মর্তুজা। এরইমধ্যে তিনি ডেঙ্গু পরীক্ষা করার জন্য নড়াইলে দুটি হাসপাতালে ব্যক্তিগত অর্থায়নে কিটস সরবরাহ করেছেন।
কদিন আগেই শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে বাংলাদেশ। আপাতত ক্রিকেটাররা রয়েছেন ছুটিতে। ঈদের পরেই তাদের বাড়বে ব্যস্ততা। এরমধ্যে সাব্বির-মাশরাফিরা নেমে পড়েছেন ডেঙ্গু মোকাবিলার কাজে। তাদের কথায় অনেকে ডেঙ্গু থেকে বাঁচতে অনুপ্রাণিতও হচ্ছেন।
Discussion about this post