ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্থগিত হওয়া ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। দবে পুরো বিষয়টি এখনও আলোচনার টেবিলেই আছে। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সিসিডিএম’র সমন্বয়ক আমিন খান।
আমিন খান বলেন, ‘আমরা ক্লাবগুলোর সঙ্গে আগামী সপ্তাহে বসবো। যদি তারা বলে যে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে অসুবিধা নেই তাহলে তো কথাই নেই।’
গেল বছরের মার্চের শুরুতে দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়াতে শুরু করলে ডিপিএলের প্রথম রাউন্ড শেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। যা এখনও মাঠে গড়ায়নি।
করোনার কারণে গেল মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও আয়োজন করতে পারেনি বিসিবি। তবে করোনার প্রার্দুভাব কমলে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সফলভাবে আয়োজনের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লাল-সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যে কারণে আগামী ২২ মার্চ থেকে তারা এনসিএল আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি। এরপরই হয়তো মাঠে গড়াবে ডিপিএল।
Discussion about this post