ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার শিরোপার জন্য লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ। তরুণ ক্রিকেটার আকবর আলির নেতৃত্বে প্রস্তুত দলের ক্রিকেটাররা। ৪ মার্চ থেকে মাঠের লড়াই শুরু তাদের।
এরইমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে। লিজেন্ডস অব রূপগঞ্জের জন্য শুরু থেকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে।
প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম পাঁচ ম্যাচে প্রতিপক্ষগুলোর মধ্যে আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংকের মতো দল থাকায় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। এবারের লিগে মিরপুরের ম্যাচগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস। বিকেএসপির ম্যাচগুলো টি-স্পোর্টস ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।
লিজেন্ডস অব রূপগঞ্জের প্রথম পাঁচ রাউন্ডের সূচি
🔹 প্রথম রাউন্ড (৪ মার্চ)
প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স
🔹 দ্বিতীয় রাউন্ড (৭ মার্চ)
প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব
🔹 তৃতীয় রাউন্ড (১০ মার্চ)
প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব
🔹 চতুর্থ রাউন্ড (১২ মার্চ)
প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
🔹 পঞ্চম রাউন্ড (১৫ মার্চ)
প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব
Discussion about this post