আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেই জমে উঠতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। বুধবার শেষ হয়েছে প্রথম তিন রাউন্ডের খেলা। যেখানে টানা তিন ম্যাচ জিতে দাপট লিজেন্ডস অব রূপগঞ্জের। এবার সামনে আরও তিন রাউন্ড। এবার চলমান ঢাকা লিগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২২-২৩ মৌসুমের ডিপিএল শুরু হয় ১৫ মার্চ। তিনটি করে ম্যাচ হয়েছে একদিন। পরের রাউন্ডও একইভাবে হবে। এবার অবশ্য রোজার মধ্যে খেলবেন ক্রিকেটাররা।
২৪ মার্চ, শুক্রবার ডিপিএলের চতুর্থ রাউন্ড শুরু হবে। পঞ্চম রাউন্ড শুরু ২৭ মার্চ। ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে ৩০ মার্চ। প্রথম তিন রাউন্ডে বিশ্রাম রাখা হয়েছিলো তিন দিন, এবার তিন পর্বে বিশ্রাম দুই দিন করে।
ঢাকা লিগে খেলছে যারা: লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল, আবাহনী, শাইনপুকুর, প্রাইম ব্যাংক, রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স, সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ঢাকা লেপার্ডস ।
প্রিমিয়ার ক্রিকেট লিগ
চতুর্থ রাউন্ড
তারিখ ম্যাচ ভেন্যু
২৪ মার্চ: শেখ জামাল- ব্রাদার্স ইউনিয়ন (বিকেএসপি-৪)
২৪ মার্চ: লিজেন্ডস অব রূপগঞ্জ- শাইনপুকুর (বিকেএসপি-৩)
২৪ মার্চ: প্রাইম ব্যাংক-মোহামেডান (ফতুল্লা)
২৫ মার্চ: আবাহনী – গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
২৫ মার্চ: রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট- ঢাকা লেপার্ডস (ফতুল্লা)
২৫ মার্চ: সিটি ক্লাব- অগ্রনী ব্যাংক (ফতুল্লা) (বিকেএসপি-৪)
২৬ মার্চ: রিজার্ভ ডে
পঞ্চম রাউন্ড:
২৭ মার্চ: শেখ জামাল- শাইনপুকুর (বিকেএসপি-৪)
২৭ মার্চ: লিজেন্ডস অব রূপগঞ্জ- মোহামেডান স্পোর্টিং (বিকেএসপি-৩)
২৭ মার্চ: প্রাইম ব্যাংক -গাজী গ্রুপ ক্রিকেটার্স (ফতুল্লা)
২৮ মার্চ: আবাহনী লিমিটেড- রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট (ফতুল্লা)
২৮ মার্চ: ব্রাদার্স ইউনিয়ন -অগ্রনী ব্যাংক (বিকেএসপি-৩)
২৮ মার্চ: সিটি ক্লাব- ঢাকা লেপার্ডস (বিকেএসপি-৪)
২৯ মার্চ: রিজার্ভ ডে
ষষ্ঠ রাউন্ড:
৩০ মার্চ: শেখ জামাল – মোহামেডান (বিকেএসপি-৪)
৩০ মার্চ: লিজেন্ডস অব রূপগঞ্জ- গাজী গ্রুপ ক্রিকেটার্স (ফতুল্লা)
৩০ মার্চ: প্রাইম ব্যাংক- রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট (বিকেএসপি-৩)
৩১ মার্চ: আবাহনী লিমিটেড- ঢাকা লেপার্ডস (বিকেএসপি-৪)
৩১ মার্চ: সিটি ক্লাব- ব্রাদার্স ইউনিয়ন (বিকেএসপি-৩)
৩১ মার্চ: শাইনপুকুর- অগ্রনী ব্যাংক (ফতুল্লা)
Discussion about this post