ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট হাতে তিনি ছন্দে আছেন বেশ কিছুদিন ধরেই। এই ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্টে চদুই ইনিংসেই আস্থার প্রতিদান দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ছিল তার। আগের দিন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে যা কিছুটা হলেও মিটিয়েছিলেন তিনি। এরপর রোববার সেই ইনিংসটাকেই এ বাঁহাতি বানিয়ে ফেললেন ডাবল সেঞ্চুরি। সব মিলিয়ে এবারই মধ্যাঞ্চলের এ ব্যাটসম্যান এ স্বাদ পেলেন প্রথম। তাতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতিটাও সারলেন দারুণভাবে।
বিসিএলের তৃতীয় রাউন্ডে কক্সবাজারে রোববার দক্ষিণাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন শান্ত। খেলেন ২৯১ বল। তার ইনিংসে ছিল ২৩ চার ও ৩ ছয়।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে গতকাল ১৮৯ বলে ১২২ রান নিয়ে দিন শুরু করেন নাজমুল। প্রথম ঘণ্টায় দেড়শ স্পর্শ করেন ২২৯ বলে। লাঞ্চ বিরতির পর অফ স্পিনার মেহেদি হাসানকে ছক্কায় উড়িয়ে তিনি পৌঁছে যান ১৯৭-এ। এই অফ স্পিনারের পরের ওভারে পরপর দুই ছক্কা হাঁকিয়ে তিনি পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে।
ডাবল সেঞ্চুরির পর শান্তর ব্যাট আরও অশান্ত হয়ে ওঠে। চার-ছয়ের ফুলঝুরিতে এ বাঁহাতি ৩০৭ বলে পূর্ণ করেন আড়াইশ রান। ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। সব মিলিয়ে ৩১০ বলে ২৫ চার ও ৯ ছয়ে ২৫৩ রানে অপরাজিত শান্ত। তার অসাধারণ ব্যাটিংয়ে সুবাদে মধ্যাঞ্চল ৮ উইকেটে ৩৮৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চলকে ৫০৭ রানের লক্ষ্য দেয় মধ্যাঞ্চল।
তবে হিসাবে ভুল করার মাশুল দিতে যাচ্ছে দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে গিয়ে পড়েছে হারের শঙ্কায়। নাজমুল হোসেন শান্তর ডাবল সেঞ্চুরিতে ফাইনালের পথে মধ্যাঞ্চল।
প্রথম ইনিংসে ১০০ ওভারের ভেতর ৫ উইকেটের জন্য পায় ০.৫ বোনাস পয়েন্ট, ১০ উইকেটের জন্য ১.৫। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ১১৪ রানে। তবে কোনো দল টানা দুই জয় পেলেও পাবে বোনাস এক পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৮২.২ ওভারে ২৩৫
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৮.২ ওভারে ১১৪/৪ ইনিংস ঘোষণা
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ১০৭ ওভারে ৩৮৫/৮ ইনিংস ঘোষণা (আগের দিন ২০৯/৬) (শান্ত ২৫৩*, জাবিদ ৩৬, আরাফাত সানি ৫, মুস্তাফিজ ৩*; শফিউল ১৬-৩-৪৮-২, ফরহাদ ৮-১-২৫-০, মেহেদী ৩১-৫-১৩১-১, রাজ্জাক ২৭-৪-৯৩-১, নাসুম ২৫-১-৮৫-৪)।
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৫২ ওভারে ১৫৯/৪ (নাফিস ৫, এনামুল ৮৩, ফজলে মাহমুদ ২৫, শামসুর রহমান ৪৪*, ইরফান শুক্কুর ০, নাসুম ১*; ইরফান ৭-৩-১২-০, মুস্তাফিজ ৮-২-১৭-১, মিরাজ ১৯-৪-৫৫-২, আরাফাত সানি ১২-১-২১-০, শুভাগত ৬-০-২১-১)
#####
বিসিএলের আরেক ম্যাচের চিত্র দেখে নিন।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮২.৪ ওভারে ২৭২/১০
পূর্বাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৬১/৭) ১১৬.৩ ওভারে ৩৩১ (পিনাক ৩, আশরাফুল ০, সাকলাইন ৪, ইয়াসির ১৬৫, ইমরুল ৭৬, নাসির ৩, আফিফ ২৬, জাকির ১, নাঈম হাসান ৩১, রাহাতুল ৫*, হাসান মাহমুদ ০; সানজামুল ৫২-৭-১১৫-৭, সাইফউদ্দিন ১৩-২-৩৮-০, সঞ্জিত ৩১.৩-৮-৭৫-৩, নাঈম ইসলাম ৪-১-৮-০, তানবীর ৫-০-৩১-০, আরিফুল ১১-১-৪৮-০)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৬৭ ওভারে ১৪৫/৫ (রনি ৫, জুনায়েদ ৩৬, তানবীর ১৪, নাঈম ইসলাম ৩৫, মুশফিক ২৩*, আরিফুল ৯, মাহিদুল ২২*; হাসান মাহমুদ ১৪-৪-৩৯-১, নাঈম হাসান ২৮-৮-৫৮-২, সাকলাইন ১৮-৭-৩১-১, আফিফ ৩-১-৭-০, আশরাফুল ২-১-৬-০, রাহাতুল ২-০-৪-০)।
# রোববারের খেলা শেষে
Discussion about this post