ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রাসেল ডমিঙ্গোর ক্রিকেট ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ। তাই হয়তো কেউ না চিনতেও পারেন। তবে কোচ ডমিঙ্গোকে অনেকেই চেনেন। সেই তিনি শনিবার দুই বছরের জন্য গত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হয়েছেন তিনি। আগামী ২১ আগষ্ট দায়িত্বভার বুঝে নেবেন। তার আগে সাবেক এ দক্ষিণ আফ্রিকার কোচের কাছে নিজেদের চাওয়া পাওয়ার ব্যাপারটি জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা।
একজন অভিজ্ঞ কোচ হওয়ায় ডমিঙ্গোর কাছ থেকে ভালো কিছু পেতে আশাবাদী সাকিব আল হাসান, ‘অনেক অভিজ্ঞ কোচ ডমিঙ্গো। দীর্ঘদিন ধরে বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। আমার বিশ্বাস বাংলাদেশ দলের কোচ হিসেবেও তিনি খারাপ করবেন না। আমাদেরও দায়িত্ব থাকবে তার কাছ থেকে কিছু শেখা।’ ডমিঙ্গোর পেশাদার ক্রিকেট না খেলাটাকেও খুব বড় সমস্যা মনে করেন না সাকিব, ‘কাজ করতে গেলে অনেক কিছু জানা যাবে, বোঝা যাবে।’
মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য ডমিঙ্গোর সম্পর্কে বেশি কিছু জানেন না। তবে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের একটা সময় কোচ থাকায় তিনি আশা করছেন ভালো হবে তাদের জন্য, ‘ওভারে ব্যক্তিগতভাবে উনার সঙ্গে কথা হয়নি আমার। যতটুকু জানি উনি তো দক্ষিণ আফ্রিকার এক সময় কোচ ছিলেন। ভাল কাজই সেখানে করেছেন। আমার মনে হয় তার কাছ থেকে ভালো কিছুই পাব আমরা।’
প্রাথমিকভাবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদি এ সময়ের মধ্যে নিজেদের প্রত্যাশা পূরণ হয়, তাহলে হয়তো সাবেক এ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে।
Discussion about this post