জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে ডক্টরেট আছেন কীনা সেটা অনেক চেস্টাতেও খুঁজে বের করা গেল না। তবে টাইগারদের কেউ একজন নিকট ভবিষ্যতে ডক্টরেট হতে যাচ্ছেন। তিনি আর কেউ নন, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ইতিহাস বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এরইমধ্যে শেষ করেছেন স্নাতক ও স্নাতকোত্তর।
এবার পিএইচডি তথা ডক্টরেট ডিগ্রি অর্জনের পরিকল্পনা করেছেন। মুশফিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার খেলাধুলার উপর পিএইচডি করার পরিকল্পনা ছিল। তারই পথ ধরে সেটা শুরুও করে দিয়েছি আমি। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উপর পিএইচডি করার কথা ভাবছি।’
খেলার সঙ্গের পড়াশোনা করাটা সহজ নয়। কিন্তু মুশি দুটোই করেছেন। কিভাবে? সেটি জানালেন তিনি, ‘একজন মানুষ হিসেবে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম তাদের বাবা-মায়ের দিকে লক্ষ্য করুক এবং অনুধাবন করুক শিক্ষা অর্জন কতটা গুরুত্বপূর্ণ- তা আপনি যে-ই হোন না কেন। আমার বাবা-মা সবসময়ই পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছেন আমাকে।’
এখানেই শেষ নয়, মুশফিক আরো বলেন, ‘কুমার সাঙ্গাকারা-সৌরভ গাঙ্গুলীরা উচ্চশিক্ষিত। তাই ওরা যখন কথা বলে, ওদের উপস্থিতি দেখলেই মনে হয় পরিপূর্ণ এক ফিগার। এটা ভালো লাগে আমার।’
Discussion about this post