ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ সতর্ক ছিলেন তিনি। সামনেই ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দু’দিন আগে করোনা পরীক্ষা করাতে গিয়েই চমকে উঠেন! করোনা পজেটিভ। তখন ব্যাপারটা লুকানো ছিল। কারণ এই অলরাউন্ডারও নিশ্চিত হতে পারছিলেন না। কিন্তু শনিবার ফের কোভিড টেস্ট করিয়েই বুঝতে পারলেন সর্বনাশ হয়ে গেছে!
রোববার সকালে ফের খবর ছড়াল রিয়াদ করোনা পজেটিভ। মানে পিএসএলে খেলা হচ্ছে না তার। ১০ নভেম্বরই তো করাচির পথে ঢাকা ছাড়ার কথা ছিল তার।
পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলার আগে শনিবার বিকেলে করোনার নমুনা দেন রিয়াদ। তার খেলার কথা ছিল মুলতান সুলতানে। কিন্তু শনিবার রাতেই জানতে পারেন তিনি পজেটিভ। এর মানে পিএসএলে খেলার সম্ভাবনা নেই তার। আইসোলেশনে চলে গেলেন তিনি।
যদিও পজেটিভ হমুদউল্লাহর কোনো উপসর্গ নেই। গণমাধ্যমে তিনি বলেন, ‘দেখুন, পাকিস্তান যাওয়ার জন্য পরীক্ষা করিয়েছিলাম ৬ নভেম্বর। পজিটিভ দেখে চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও সেই পজিটিভ।’
তবে শারীরিক কোন সমস্যা নেই বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটারের। বলেন, ‘আমার এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে। এছাড়া অবশ্য কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে থাকছি।’
মাহমুদউল্লাহ বুঝে গেছেন এবার পিএসএলে খেলা হচ্ছে না। তিনি জানাচ্ছিলেন, ‘আমার পিএসএলে খেলা হচ্ছে না। হতাশাজনক। যথেষ্ট সাবধান ছিলাম আমি, তবু কীভাবে হলো জানি না। আশা করছি ভবিষ্যতে আবার সুযোগ আসবে ইনশাল্লাহ।’
এ অবস্থায় বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে চোখ রিয়াদের। এই মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা এই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তার আগে করোনা নেগেটিভ হতে হবে তাকে।
Discussion about this post