বিশ্বকাপ শেষে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে নেমে পড়ে দল। এই সিরিজ শেষেও একের পর এক ব্যস্ত সূচি। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শুরু ৪ ডিসেম্বর। খেলা পাঁচদিন হলে শেষ হবে ৮ ডিসেম্বর। তার পরের দিনই বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিলেন, ৯ ডিসেম্বর সকালে যাত্রা করবে দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে মুমিনুল হকের দল যাকে তাসমান সাগর পাড়ের দেশে। এই বছর এটি দ্বিতীয় সফর দেশটিতে। গত ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। তখন খেলেছিল তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। এবারের সফরে শুধুই দুটি টেস্ট।
এবার কোয়ারেন্টাইন ইস্যুতে নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে। এর ফলে আমাদের কিছু বাড়তি অপরচুনিটি এসেছে। আমাদের দল দুটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটা দুদিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুটি অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’
২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুই সিরিজের প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। ১৪ দিনের রুম কোয়ারেন্টাইন করেছিল বাংলাদেশ দল। সাতদিন পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে করেছিল অনুশীলন। এবার তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে।
নেগেটিভ সার্টিফিকেট পেলেই বাংলাদেশ দল টিম হোটেলে যাবে। তারপর শুরু হবে অনুশীলন। কোভিডের কারণেই কিছুটা আগে যেতে হচ্ছে তাদের।
Discussion about this post