ইনজুরিতে এখন তিনি রয়েছেন মাঠের বাইরে। কবে ফিরবেন সেটা নিয়েও আছে অনিশ্চয়তা। তবে এরইমধ্যে একটা সুখবর পেলেন সাকিব আল হাসান। টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন এ বাঁহাতি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ আর বোলারদের র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪২০ রেটিং নিয়ে প্রথমে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দুইয়ে ভারতের রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন তিনে (৩৬৭ রেটিং) আর চার নম্বরে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস (৩৫৭ রেটিং)। পাঁচ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভারনন ফিলান্ডার।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৯৪৩ রেটিং শীর্ষস্থানেই থাকলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। দুইয়ে ভারতের বিরাট কোহলি (৯১২)। ৮৮১ রেটিং নিয়ে তিনে ইংল্যান্ডের জো রুট। ৮৫৫ রেটিং তারপরই নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাঁচ নম্বরে থাকা ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা র্যাঙ্কিং সাকিবের। ৬৪২ রেটিং নিয়ে ২২ নম্বরে তিনি। টাইগারদের বোলারদের মধ্যেও সেরা অবস্থানে সাকিব। ৬৫৫ রেটিং নিয়ে ১৮ নাম্বারে তিনি।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে রাবাদা টপকে গেছেন জেমস অ্যান্ডারসনকে। ৮৪৪ রেটিং নিয়ে তিনে রবীন্দ্র জাদেজা।
Discussion about this post