ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্রাম শেষে ফের টেস্ট দলে সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নেতৃত্বেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে নামবে বাংলাদেশ! একইভাবে চোট কাটিয়ে দলে ফিরলেন পেসার তাসকিন আহমেদ। দলে আছেন মোসাদ্দেক হোসেনও।
তবে আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই মুস্তাফিজুর রহমান। তাকে বাদ দিয়েই গড়া হয়েছে দল।
শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে বিশ্রামে আছেন তামিম ইকবাল। তবে দলে আছেন আবু জায়েদ রাহী ও এবাদাত হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
সবশেষ নিউজিল্যান্ডে খেলা সবশেষ সিরিজের দলে তিনটি পরিবর্তন এসেছে। ছুটিতে থাকায় নেই ওপেনার তামিম ইকবাল। হাঁটুর অস্ত্রোপচারের পর ফিট না থাকায় দলের বাইরে পেসার সৈয়দ খালেদ আহমেদ। আর বাদ পড়লেন পেসার মুস্তাফিজুর রহমান।
এরইমধ্যে শুক্রবার ঢাকা চলে এসেছে রশিদ খানের দল। টেস্ট ম্যাচের আগে চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
Discussion about this post