ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকটা আচমকা জাতীয় দলে জায়গা পেয়ে গেলেন তিনি। এটা ঠিক ঘরোয়া ক্রিকেটে বল হাতে সাফল্য মিলছিল। কিন্তু খালেদ আহমেদও নিশ্চয়ই ভাবেন নি এভাবে হঠাৎ খুলে যাবে স্বপ্নপূরণের দরজা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত দলে রয়েছেন এই পেস বোলার। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আছেন ইনজুরিতে দলের বাইরে। দলে নেই সহ অধিনায়ক তামিম ইকবালও। এ কারণেই বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
খালেদ ছাড়াও টেস্ট দলে আছেন আরো তিন নতুন মুখ। ওয়ানডে দলে থাকলেও এখনো অভিষেক হয়নি আরিফুল হকের। তার আগেই টেস্ট দলে ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। একইসঙ্গে টেস্ট দলে জায়গা পেলেন মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু। ওয়ানডে দলে খেলা এই দুই ক্রিকেটার প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন।
সব মিলিয়ে ১৫ সদস্যের দলে টেস্ট দলে বড় চমকের নাম খালেদ আহমেদ। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে বল হাতে সাফল্য পেয়েছেন এই ডানহাতি পেস বোলার। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে মোট নেন ১০ উইকেট।
এর আগে গত জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৪ উইকেট নেন। আয়ারল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে ৫ ম্যাচে নেন ১০ উইকেট।
তারই পথ ধরে উঠে এসেছেন জাতীয় দলে। ২৬ বছর বয়সী এই পেসারকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বৃহস্পতিবার বলেন, ‘দেখুন, খালেদ এইচপি ও ‘এ’ দলের হয়ে খুবই ভালো বোলিং করেছে। শুধু এইচপিতেই নয়, আমার মতে এখন বাংলাদেশের সেরা তিন গতিময় বোলারের একজন।’
টেস্ট দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। তার জায়গায় এসেছেন শফিউল ইসলাম। দলে নেই সৌম্য সরকার, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার কামরুল ইসলাম রাব্বি। তবে আছেন আবু জায়েদ রাহী।
কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেললেও এবারো নির্বাচকদের মন গলাতে পারেন নি তুষার ইমরান।এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে কিছুই বলতে চাইছেন না নির্বাচকরা। কিন্তু ঘরোয়া ক্রিকেটে প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তুষার।
আগামী ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্টের প্রথমটি। জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু ১১ অক্টোবর। ভেন্যু মিরপুরের হোম অব ক্রিকেট।
১৫ সদস্যের টেস্ট দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও খালেদ আহমেদ।
Discussion about this post