ভারতের টেস্ট দলের নেতৃত্ব আর ব্যাটিংয়ে রোহিত শর্মার অধ্যায় শেষ। আজ ইনস্টাগ্রামে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। ২০১৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল রোহিত শর্মার। ক্যারিয়ারে ৬৭ টেস্ট খেলে করেছেন ৪৩০১ রান।
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ততম ফরম্যাট থেকেও সরে দাঁড়ান রোহিত। ফলে এখন থেকে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই দেখা যাবে তাকে।
রোহিতের টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন তার ফর্ম নিয়ে ছিল প্রবল আলোচনা। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান, ব্যাটিং গড় মাত্র ৬.২০। এমনকি এক পর্যায়ে নিজেই নিজেকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নির্বাচকরা ইংল্যান্ড সফরের জন্য নতুন নেতৃত্ব খুঁজছিলেন। তাদের মতে, রোহিত লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন, এবং তার ফর্মও সন্তোষজনক নয়। এমন প্রেক্ষাপটেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ‘হিটম্যান’।
নতুন টেস্ট অধিনায়ক হিসেবে এখনো কারও নাম ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন কেএল রাহুল, শুভমান গিল ও জাসপ্রিত বুমরাহ।
Discussion about this post