ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে স্থগিত হওয়া টুর্নামেন্টগুলো আবার মাঠে গড়াচ্ছে। সে হিসেবে এশিয়া কাপও আলোর মুখ দেখার অপেক্ষায়। তবে এ টুর্নামেন্টে ভারত খেলবে যদি না তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ২০২১ সালের জুন মাসে। সেখানে পয়েন্ট টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে ভারত। নিয়মানুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ভারত যদি তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে তারা ফাইনাল খেলবে। সেই হিসেবনিকেশ করেই এগোচ্ছে বিসিসিআই। কিন্তু যদি ভারত ফাইনাল থেকে ছিটকেও যায় তবুও ওই সময়ে বসে থাকার সুযোগ পাবেন না ক্রিকেটাররা। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলে ওই সময়ে এশিয়া কাপ আয়োজন করা হবে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের সংবাদ মোতাবেক বিসিসিআইয়ের এক উৎস বলছে, ‘এশিয়া কাপ আগে থেকেই শিডিউল করা ছিল তবে ওই ঠিক সময়ে হয়ত আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব। কিন্তু যদি ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারে, তাহলে ওই সময়ে আমরা এশিয়া কাপ আয়োজনকে সমর্থন দিবো। যেহেতু এটা এখনো নিশ্চিত নয়, তাই এখনই কিছুই নির্ধারিত করা যাচ্ছে না।’
এবারের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। পরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চিন্তাভাবনা করা হলেও আবার শ্রীলঙ্কার সাথে তা ভাগাভাগি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
Discussion about this post