ইঙ্গিতটা আগেই ছিল। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে নিজেকে আলোচনাতেই রেখেছিলেন জাকির হাসান। তার পথ ধরে শেষ অব্দি টেস্টের অভিজাত অঙ্গনে অভিষেক হয়েই গেল এই ব্যাটারের। সবশেষ ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন দুর্দান্ত ১৭৩ রানের এক ইনিংস। তার পুরস্কারটা পেলেন সিলেটের এই ক্রিকেটের।
বুধবার চট্টগ্রামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে জাকির হাসানের। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১০১তম ক্রিকেটার তিনি।
ওপেনার হিসেবে দলে আছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। অফফর্মে থাকা মাহমুদুল হাসান জয়কে আরেকটি সুযোগ দেয়নি টিম ম্যানেজম্যান্ট। সবঠিক থাকলে চট্টগ্রামে জাকিরের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।
১২ বছর পর চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামল ভারত। সবশেষ তারা এই মাঠে খেলেছিল ২০১০ সালে। এর আগে খেলে ২০০৭ ও ২০০৪ সালে। রোহিত শর্মা না থাকায় দলের নেতৃত্বে লোকেশ রাহুল।
তার আগে আলোচনায় জাকির। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জাকিরের প্রশংসা করে বলেন, ‘জাকিরকে নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। দারুণ প্রাণচঞ্চল। ঘরোয়া ক্রিকেটে কি করেছে সে সম্পর্কে আমি অবগত। বাংলাদেশের হয়ে একটি টি-টুয়েন্টিও খেলেছে। ব্যাটিংয়ে তার রান খোঁজার প্রক্রিয়া আমার মনে ধরেছে। অনেকটাই তামিমের মতোই মনে হয় তাকে। সুন্দর এবং ইতিবাচক। আশা করছি আগামীকাল খুব ভালো এবং দ্রুত রান তুলতে পারবে।’
এর আগে অবশ্য জাকির হাসান আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেটাও আবার চার বছর আগে, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, করেছিলেন ১০ রান। পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি এই বাঁহাতি ব্যাটারকে। তবে ভারত সিরিজ দিয়ে আবারো দলে ফিরলেন জাকির হাসান। এবার ফরম্যাটটা গেল বদলে, ক্রিকেটের দীর্ঘতর ফরম্যাটে অভিষেক হচ্ছে তার।
এ বছরের জাতীয় লিগে সর্বোচ্চ ৪৪২ রান করেন জাকির হাসান। গড় ৫৫.২৫। একটি করে ডাবল সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। আবার গত বিসিএলেও সফল। গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেন ৬৩৬ রান।
এদিকে চট্টগ্রাম টেস্টে টস জিতে নেমে বুধবার লাঞ্চ বিরতিতে যাওয়ার দাপট বাংলাদেশের। ৩ উইকেটে ২৬ ওভারে তুলেছে ৮৫ রান।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, ইয়াসির আলী রাব্বী, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
Discussion about this post