ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সদ্য শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। তবে টি-টুয়েন্টিতে খেলেননি তিনি। বোর্ডের কাছ থেকে ছুটি নিয়ে দেশে ফেরেন তামিম। কিন্তু এখনই এই ওপেনারের টি-টুয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখছেন না নির্বাচক হাবিবুল বাশার সুমন। জানালেন তামিমের এখনকার মনোযোগটা ওয়ানডে ও টেস্টেই বেশি।
গনমাধ্যমে এনিয়ে কথা বলেন বাশার। যেখানে পুরো বিষয়টা বিশ্লেষণ করলেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
তামিম ইকবাল প্রসঙ্গে…
হাবিবুল বাশার সুমন : তামিম এই মুহূর্তে টেস্ট ও ওয়ানডে নিয়ে ভাবছে। টি-টোয়েন্টি থেকে একদম পুরোপুরি বিদায় নেয়নি। সবাইকে বুঝতে হবে যে মহামারীর সময়টা সবার জন্য কঠিন। খেলয়াড়দের জায়গায় নিজেকে দাঁড় করালে বুঝতে পারবেন কতটা কঠিন জীবন। আপনি দেশের মাটিতে আছেন একমাস পরিবারের সাথে দেখা করতে পারছেন না। ওরা কিন্তু এসবের মধ্য দিয়ে যাচ্ছে প্রায় এক বছর। পরিবারের সাথে চারদিন থেকে আবার চলে যায়। নিউজিল্যান্ড থেকে এসে এক সপ্তাহ পর আবার শ্রীলঙ্কায়। আর যারা অনেকদিন খেলে পেলে তাদের জন্য কিন্তু পরিবারকে সময় দেওয়া প্রয়োজন হয়। শুধু আমাদের দেশে নয় সবাই এরকম করছে।
ইংল্যান্ড তো রোটেশন পদ্ধতি চালুও করে দিয়েছে। মনে হয় ইংল্যান্ডের সিরিজ হারার পেছনে এটা অনেক বড় কারণ ছিল (হাসি)। আমরা হয়তো অতটা করবোনা। কিন্তু তারা যদি একটা দুইটা ফরম্যাট বাছতে চায় সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। খেলতে কিন্তু সবাই চায়। তামিম যে টি-তোয়েন্টি সিরিজ খেলেনি বলেনি যে আর খেলবে না। আমি নিশ্চিত যে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তখন সে এভেইলএবল থাকবে। ও ৬ মাসের মধ্যে ছেড়ে দিবে হিন্টস দিয়েছে কিন্তু ফাইনাল কিছু বলেনি। আপনি কখনোই জানেন না সব ঠিক থাকলে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারে।
ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন…
হাবিবুল বাশার সুমন : দেখুন দুজন খেলেছে। শান্ত খেলেছে সৌম্যও খেলেছে। সৌম্য তো আমাদের পুরোনো খেলোয়াড়, শান্ত সে হিসেবে নতুন ছিল। সাকিব ফিরলে আমরা দেখবো সে কি চায়, টিম ম্যানেজমেন্টের ভাবনা কি। সেসব নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা কিন্তু নতুন কাউকে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এটা আল্টিমেট সিদ্ধান্ত না। যারা পরীক্ষিত পারফর্মার তারাতো দলের প্রয়োজনমত জায়গাতেই খেলেন। একটা জিনিস মনে রাখতে হবে এটা সর্বোপরি দল, কাকে চাচ্ছে কোথায় চাচ্ছে এটা সবাই কিন্তু বোঝে। আমরা চেষ্টা করছি দলটা নতুন করে সেট করতে। টিম ম্যানেজমেন্ট যা চাইবে, একাদশ গড়তে যেটা সুবিধা দিবে সেটাই করা হবে।
৫ সিনিয়রের কেউ যখন থাকবে না দলে..
হাবিবুল বাশার সুমন : একটা সময় আপনাকে মেনে নিতে হবে যে এরা ৪ জন খেলবেনা। সেটা ৫ বছর হোক কিংবা ৬ বছর পরে হোক, বা যখনই হোক। সে হিসেবে আপনাকেতো প্রস্তুত হতে হবে। একটা সফর দিয়ে কিন্তু আপনি সেটা তৈরি করতে পারবেন না। নতুন যারা এসেছে তাদের সময় দিতে হবে অন্তত ৬ মাস তো দিতে হবে। সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি পুরোনোদের সাথে নতুনদের আস্তে আস্তে তৈরি করা। কিন্তু আপনি যদি এখনই উপলব্ধি করে দিতে চান এ হবে ও হবে না তাহলে এটা আমদে জন্যও মুশকিল তাদের জন্যও মুশকিল। একটা না একটা সময় নতুন কাউকে আসতেই হবে। এটা ৩-৪ বছর পরে হোক কিংবা তারও আগে হোক। আমরা নতুনদের কাছ থেকে সাকিব-তামিমের পারফরম্যান্স আশা করছি। এটা সবার দ্বারা সম্ভব হবে না।সাকিব তামিমও কিন্তু সময় নিয়েছে ২-৩ বছর এখনকার অবস্থানে আসতে বা আরও বেশি সময় লেগেছে। আমরা যদি ধৈর্য্য ধরি একটু সময়ে দিই… আমি বলছি ছেলেরা কিন্তু যথেষ্ট প্রতিভাবান।
Discussion about this post