সেই একই গল্প! একই ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটে ভাগ্য যেন পাল্টাচ্ছেই না লাল-সবুজের। একের পর এক সিরিজ খেলছে দল কিন্তু বারবারই ব্যর্থতা সঙ্গী হচ্ছে। টেস্ট ক্রিকেটে অভিষেকের প্রায় দুই যুগ হবে সামনেই। কিন্তু এখনো সাদা পোশাকের ক্রিকেটে আনাড়ি টাইগাররা।
আরও একটি সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পথে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয়টিতেও একই দৃশ্যপট! সেন্ট লুসিয়ায় তৃতীয় দিন শেষে রোববার হার দেখছে দল। এবার দ্বিতীয় টেস্টে মনে হচ্ছে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার বাঁচানোর জন্য লড়তে হচ্ছে।
রোববারের খেলা শেষে ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান। নুরুল হাসান সোহান ১৪ বলে ১৬ রানে ও ১৩ বল খেলে কোন রান না তুলে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজকে ফের ব্যাটিংয়ে পাঠাতে আরও ৪২ রান চাই টাইগারদের।
বৃষ্টির আগে ৩ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় সেশনে হারায় আরও তিনটি। দুটি এলবিডব্লিউর বাইরে বাকি চার ব্যাটসম্যান আউট হয়েছেন অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়ার চেষ্টায়। লড়াইয়ের মানসিকতা খুব একটা দেখাতে পারেননি প্রায় কেউই।
দিক হারানোর শুরু সবচেয়ে বড় ভরসা তামিম ইকবালকে দিয়েই। তৃতীয় ওভারে কেমার রোচের ছেড়ে দেওয়ার মতো অনেক দূরের বল তাড়ায় উইকেট উপহার দেন বাঁহাতি এই পেসার। তিনি রোচের ২৫০তম টেস্ট উইকেট।
এর আগে সকালে বৃষ্টি বিঘ্নিত দিনে শুধু হতাশাই সঙ্গী হয়েছে। এই দিনে যা একটু লড়ছেন নাজমুল হাসান শান্ত। ৮ চারে ৯১ বলে ৪২ রান করেন তিনি। আর বল হাতে সৈয়দ খালেদ আহমেদ সেন্ট লুসিয়ায় এক ইনিংসেই নেন ৫ উইকেট।
এই সাফল্যের বিসিবির ভিডিও বার্তায় খালেদ বলেন, ‘অনেক ভালো লাগছে যে ৫ উইকেট পেয়েছি আন্তর্জাতিক ক্রিকেটে। অনেক দিন ধরে চেষ্টা ছিল যে ৫ উইকেট কীভাবে নেওয়া যায়। আগেও একটা সুযোগ এসেছিল, মিস করে ফেলেছি। এটায় চেষ্টা ছিল যেন ৫ উইকেট হয়। খুব ভালো লাগছে। এটা ধরে রাখার চেষ্টা করব।’
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪.২ ওভারে ২৩৪ (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, এনামুল ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, ইবাদত ২১*, শরিফুল ২৬, খালেদ ১; রোচ ১৫-৩-৫৭-০, সিলস ১৪.২-৪-৫৩-৩, জোসেফ ১৫-১-৫০-৩, ফিলিপ ৯-১-৩০-২, রিফার ৩-১-৬-০, মেয়ার্স ৮-০-৩৫-২)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৬৭/০) ১০৬ ওভারে ৩৪০/৫ (ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্পবেল ৪৫, রিফার ২২, বনার ০, ব্ল্যাকউড ৪০, মেয়ার্স ১২৬*, জশুয়া ২৬*; শরিফুল ১৭-৬-৬৭-১, খালেদ ২১-১-৭৭-২, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩১-৮-৬৮-২)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৬ ওভারে ১৩২/৩ (তামিম ৪, জয় ১৩, শান্ত ৪২, এনামুল ৪, লিটন ১৯, সাকিব ১৬, সোহান ১৬*, মিরাজ ০*; রোচ ১০-১-৩২-৩, জোসেফ ১০-২-৩১-২, ফিলিপ ৫-১-২৩-০, সিলস ৬-২-১৫-১, মেয়ার্স ৫-১-২১-০)।
# সেন্ট লুসিয়া টেস্ট, তৃতীয় দিন শেষে
Discussion about this post