দীর্ঘদিন ধরে টেস্ট দলে নেই সৌম্য সরকার। সর্বশেষ ২০২১ সালে জাতীয় দলের হয়ে সাদা জার্সিতে মাঠে নামেন তিনি। এরপর যদিও সাদা বলের ফরম্যাটেই বেশি দেখা গেছে এই বাঁহাতি ব্যাটারকে, কিন্তু লাল বলের ক্রিকেট থেকে একেবারে সরে যাননি তিনি। বরং ফেরার আকাঙ্ক্ষা এখনো রয়েছে-এমনটাই জানালেন বাংলাদেশ দলের সহকারী কোচ সোহেল ইসলাম।
সোহেল বলেন, ‘সৌম্য জিএসএলে খেলছিল, তখন আমরা টেস্টের প্রস্তুতি নিচ্ছিলাম। সে ফিরে আসার পর সাদা বলের অনুশীলন শুরু করেছি। তবে সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে লাল বলে খেলতে।’
কোচ আরও যোগ করেন, ‘সে টেস্ট খেলেছে আগে, দক্ষতাও রয়েছে। একজন খেলোয়াড় হিসেবে একটিমাত্র ফরম্যাটে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় না কেউ। সৌম্যও তার ব্যতিক্রম নয়।’
লাল বল ও সাদা বলের ক্রিকেটে পার্থক্যের দিক তুলে ধরে সোহেল বলেন, ‘এই দুই ধরনের ফরম্যাটের ব্যাটিং স্টাইল, মানসিকতা, পরিকল্পনা এবং শট নির্বাচন আলাদা। তাই আমরা খেলোয়াড়দের আলাদাভাবে প্রস্তুত করি-যাতে তারা বুঝতে পারে কোন ফরম্যাটে কীভাবে খেলতে হবে।’
তার মতে, ফরম্যাট অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা সৌম্যর আছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে সে আবারও লাল বলের ক্রিকেটে অবদান রাখতে পারবে।
Discussion about this post