ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওয়ানডেতে চার ও পাঁচে ব্যাট করেছেন সাকিব আল হাসান। তখনও ধারাবাহিক ছিলেন। তবে গেল বিশ্বকাপে তিনে উঠে আসার পর থেকে তার ক্যারিয়ার ছুঁয়েছে নতুন উচ্চতা। অবিশ্বাস্য ব্যাটিংয়ে নিজেকে চিনিয়েছেন নতুন করে। যে সাফল্য তাকে অনুপ্রাণিত করে। আর তাই অনেকেই ভেবেছিলেন এ বাঁহাতি টেস্টেও ওপরের দিক ব্যাট করবেন। কিন্তু না। বুধবার সংবাদ সম্মেলনে সাকিব ব্যাপারটি স্পষ্ট করেছেন।
টেস্টে কেবল ৪ নম্বরে ৪টি ইনিংসে সাকিব ব্যাট করেছেন। বাকি সব ইনিংস আরও নিচে। পাঁচে খেলেছেন ৪৫ ইনিংস, ছয়ে ৩৬ ইনিংস, সাতে ১৬ ও আটে ২ ইনিংস।
দলের সেরা ব্যাটসম্যানরা সাধারণত ব্যাট করে থাকেন প্রথম চারেই। তবে বোলিংয়ের ভার ও পারিপার্শ্বিকতা মিলিয়ে এখনই টেস্টে নিজেকে ওপরে তুলতে চাইছেন না সাকিব, ‘যেহেতু অনেক ওভার বোলিং করতে হয়, বিশেষ করে আমাদের দেশে বা উপমহাদেশে, এত ওভার বোলিং করে আবার ওপরে ব্যাট করা কঠিন। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে চারে ব্যাট করেছিলাম। তবে সত্যি কথা হলো, তিন-চারে ব্যাটিং করলে, দ্রুত উইকেট পড়ে গেলে, ২৫-৩০ ওভার বোলিং করে আবার তখনই ব্যাটিং করা কঠিন। একজন ব্যাটসম্যানের জন্য টেস্টে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার মনোযোগ। আর মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ হলো, কতটা তরতাজা অবস্থায় ব্যাট করা যায়। এজন্য একটু পরে ব্যাট করাটাই আমার জন্য মনে হয় ভালো।’
যদি বোলিং করা কখনও কমাতে পারেন সাকিব তবেই টেস্টে ওপরের দিকে ব্যাটিংয়ে নামার চিন্তা করবেন, ‘যদি কখনও ওরকম সুযোগ আসে যে বোলিং কমিয়ে দিচ্ছি বা ওরকম কিছু, হয়তো ইচ্ছে আসতেও পারে যে ওপরের দিকে ব্যাট করলাম।’
Discussion about this post