ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে দলের নিয়মিত সদস্য এখন তিনি। যদিও ২০১৪ সালে অভিষেকের পরই পথ হারিয়েছিলেন। দুটি ম্যাচ খেলেই বাদ। এরপর সাড়ে তিন বছরের অপেক্ষা। তারপর ফিরলেন ২০১৮ সালে। এবার পারফরম্যান্স দিয়ে দলে জায়গা করে নিয়েছেন। সেই মোহাম্মদ মিঠুন এবার টেস্ট অভিষেকের অপেক্ষায়।
সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে ৩ অক্টোবর সিরিজের প্রথম টেস্টের একাদশে তার জায়গা নিশ্চিত। মানে সাদা পোশাকেও দেশের হয়ে অভিষেক হয়ে যাবে তার।
সেই স্বপ্নের ম্যাচটি খেলার আগে মিঠুন বলছিলেন, ‘দেখুন, আমারও স্বপ্ন ছিল টেস্ট খেলব। যদিও এখনই টেস্ট দলে ডাক পাব, এটা কিন্তু ভাবিনি। হঠাৎ করেই এসেছে। পত্রিকায় যখন এল, তখনও জানতাম না। পত্রিকা খুব একটা দেখা হয় না। একজন সাংবাদিকই আমাকে ফোন করে খবরটা দিলেন।’
টেস্ট ক্রিকেট বেশ গুরুত্ব দিয়েই দেখেন এই ব্যাটসম্যান। জানালেন, ‘আমার মনে হয়, একজন ক্রিকেটার হিসেবে যখন টেস্ট খেলব, তখনই আমার পরিপূর্ণতা আসবে। আর টেস্ট ক্রিকেটে যখন ভালো করব, তখন মনে করব ক্রিকেট খেলাটার জন্য আমি ফিট। সুযোগ পেলে কাজে লাগানোর অবশ্যই চেষ্টা করব।’
প্রথম শ্রেণির ক্রিকেট ১২ বছর ধরে খেলছেন মিঠুন। ২৭ বছর এই ব্যাটসম্যান সব অভিজ্ঞতা নিঙে দেবেন। বলেন, ‘টেস্টে অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার টেস্ট খেলতে হলে অনেক অভিজ্ঞতা দরকার হয়। আমি অনেক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। অবশ্যই এটা কাজে দেবে।’
Discussion about this post