টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার হাতছানি ছিল। মাত্র একটি টেস্ট জিতলেই এক ধাপ উন্নতি। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠার সুযোগটা কাজে লাগানো হয়নি। নিউজিল্যান্ডের কাছে দুই টেস্টের সিরিজে হেরে উল্টো পয়েন্ট হারাল বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ টেস্টে ৯ উইকেটে কিউইরা জিতল।
অথচ একটি টেস্ট ড্র করলেই পয়েন্ট হারাতে হতো না টাইগারদের। সে সুযোগও এসেছিল ওয়েলিংটনে। কিন্তু টানা চারদিন রাজত্ব করে শেষ দিনে হেরে যায় মুশফিকুর রহীমের দল। পরে টেস্টে পাত্তাই পায় নি ইনজুরি আক্রান্ত সফরকারীরা। দুই ম্যাচেই হেরে টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ পয়েন্ট হারিয়েছে দল।
সোমবার আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৬২। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৬৯। জিম্বাবুয়ে আছে ৫ পয়েন্ট নিয়ে তলানিতে। বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট পেল নিউজিল্যান্ড। তারা এখন আছে পাঁচ নম্বরে। ৯৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে ছয় নম্বরে। এরপরই শ্রীলঙ্কা।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে চার নম্বরে আছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০১। ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি ভারত। এরপরই আছে অস্ট্রেলিয়া (১০৯) এবং দক্ষিণ আফ্রিকার (১০৭)।
Discussion about this post