ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতি পর্ব প্রায় শেষ। এবার মাঠের ক্রিকেটে আসল লড়াই। বাংলাদেশ ক্রিকেট দলও পা রেখেছে টেস্টের ভেন্যু শহরে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট ম্যাচ। করোনার কারণে এবার দুটি টেস্টই একই ভেন্যুতে।
মুমিনুল হকদের ক্যান্ডিতে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। শ্রীলঙ্কা থেকে পাঠানো ভিডিও চিত্রতে দেখা যায়- ক্যান্ডিতে পৌঁছে টিম হোটেলে উঠছেন তামিম ইকবাল-তাসকিন আহমেদরা। শ্রীলঙ্কার নেগোম্বো থেকে সোমবার দুপুরে ক্যান্ডিতে পা রাখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৩ মে পর্যন্ত এখানেই আবাস তাদের। এবারই প্রথম টেস্ট খেলতে ক্যান্ডি গেল টাইগাররা।
দুই দলের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এই লড়াইয়ের আগে তিনদিনের কোয়ারেন্টাইন ও দুইদিনের অনুশীলন করে দল। এরপর ১৭ ও ১৮ এপ্রিল কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। সেই ম্যাচে স্বস্তি নিয়েই দল এখন ক্যান্ডিতে।
সোমবার অনুশীলন ছিল না। তবে মঙ্গলবার অনুশীলন করবে দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। প্রথম টেস্টে গলে হেরে হারলেও দ্বিতীয়টিতে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ।
প্রাথমিক দল
মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।
Discussion about this post