ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নের মতো ওয়ানডে সিরিজটা কেটেছে ইমরুল কায়েসের। ব্যাট হাতে যা করতে চেয়েছেন তাই যেন হয়েছে। তিন ম্যাচের সিরিজে সাড়ে তিনশর বেশি মতো সংগ্রহ! এবার সামনে টেস্ট সিরিজ। এখানেও ব্যাট হাতে ছন্দ ধরে রাখতে চান জাতীয় দলের এই ওপেনার। মঙ্গলকার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে তেমন কথাই শোনালেন তিনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের যে উইকেটে মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ দল , তার বাউন্স একটু অসমান। শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, খালেদ আহমেদরা দারুণ পরীক্ষা নিয়েছেন ব্যাটসম্যানদের। তবে ইমরুল কায়েস নেটেই বেশ লড়েছেন।
এই তারকা ক্রিকেটার জানাচ্ছিলেন, ‘দেখুন, ফরম্যাট ভিন্ন, তবে যদি রানে থাকেন, কিভাবে রান করবেন সেটা মাথায় সাজানো থাকে। এটা ওয়ানডে হোক বা টেস্ট, কিংবা টি-টুয়েন্ট। মূল জিনিসটা হলো আত্মবিশ্বাস। সবাই জানে, যখন রানে থাকি না, তখন মনে কিছুটা সংশয় কাজ করে। যে আত্মবিশ্বাস এখন আছে, চেষ্টা করছি টেস্টে সেটা কাজে লাগাতে।’
অবশ্য গেল এক বছর টেস্টে সেভাবে ইমরুলের ব্যাটিং দেখা যায়নি। তবে এবার ভাল কিছুর অপেক্ষায় তিনি। বলছিলেন, ‘বলা সহজ আর করা কঠিন। চেষ্টা করব রান করার। গত এক বছর টেস্টে ভালো খেলিনি। তবে আগে ভালো খেলেছি, সেসব তো মাথায় আছে। একটা সময় মানুষের খারাপ যায়। ওই সময় নিয়ে চিন্তা না করাই ভালো। একটা সময় বড় বড় দলের বিপক্ষে রান করেছি। জানি ওই জায়গায় কিভাবে সামলাতে হয়। সেসব মনে করছি। এবার ভালোভাবে টিকে যাওয়ার চেষ্টা করব।’
তামিম ইকবাল দলে না থাকায় বাড়তি দ্বায়িত্বটা টেস্ট সিরিজেও নিতে হচ্ছে ইমরুলকে। সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু ৩ নভেম্বর।
Discussion about this post