টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর এবার নতুন ফরম্যাট, নতুন আশার নাম টি-টোয়েন্টি। আজ সন্ধ্যায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
সফরের শেষ ধাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে বাদ পড়া লিটন দাস পেয়েছেন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। তার অধীনেই স্বল্প সংস্করণে জয়ের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ।
সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্সে হতাশার ছাপ স্পষ্ট। টানা পাঁচ ম্যাচে হার, এর মধ্যে আরব আমিরাতের কাছে সিরিজ হার এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ। তবে কিছুটা স্বস্তি, এবার দলে ফিরেছেন দুই পেস তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
তাসকিনের নেতৃত্বে গড়া পেস ইউনিট সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করছে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতা সেই সাফল্যকে অনেকটাই ম্লান করে দিচ্ছে। এই চ্যালেঞ্জের মধ্যেই দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার অন্তর্ভুক্তি নিয়ে অধিনায়ক লিটন বলেন, ‘বাংলাদেশ অনেকদিন ধরেই একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের ঘাটতি অনুভব করছিল। সাইফউদ্দিন সেই ঘাটতি কিছুটা পূরণ করতে পারে।’
অন্যদিকে শ্রীলঙ্কাও নিচ্ছে সতর্ক অবস্থান। দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেন না তারা। প্রতিযোগিতামূলক সিরিজ আশা করছেন তিনি। তবে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে লঙ্কানরা—চোটের কারণে বাইরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতি শ্রীলঙ্কার স্পিন আক্রমণে প্রভাব ফেলতে পারে।
টি-টোয়েন্টি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা—১৭ বারের দেখায় বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৬টিতে। তবে বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে ২০০ রানের ওপরে স্কোর করেছে, যা অনুপ্রেরণা হতে পারে ব্যাটারদের জন্য।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘টি-টোয়েন্টি একটা আলাদা ফরম্যাট। এখানে আমরা জানি কীভাবে খেলতে হয়। চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা দিতে।’
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কা স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।
Discussion about this post