আসছে মার্চে ফের ব্যস্ত হয়ে উঠবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজ। যেখানে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। চোখের সমস্যার কারণে নেতৃত্ব হারানো এই তারকা নেই টি-টুয়েন্টি সিরিজের পুরোটা ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে।
বিপিএলে স্কিলের বৈচিত্র দিয়ে নজরকাড়া আলিস আল ইসলাম টি-টোয়েন্টি সিরিজের দলে বড় চমক। ওয়ানডে ও টি-টুয়েন্টি, দুই ফরম্যাটের দলেই ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা পারফরম্যান্সের পর চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না তিনি। এবার ফিরলেন। টি-টুয়েন্টিতে প্রায় দেড় বছর পর ফিরলেন ৩৮ ছাড়িয়ে যাওয়া এই ক্রিকেটার।
নিউজিল্যান্ড সফরের টি-টুয়েন্টি দল থেকে শ্রীলঙ্কা সফরে দলে ফিরেছেন দুই ওপেনার এনামুল হক ও মোহাম্মদ নাঈম শেখ, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার তাসকিন আহমেদও। এরমধ্যে তাসকিন ও তাইজুল ফিরেছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি, দুই দলেই। দুই সংস্করণ থেকেই বাদ হাসান মাহমুদ ও আফিফ হোসেন। ২০ ওভারের দলে নেই শামীম হোসেন, রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ।
৪ মার্চ থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচই হবে সিলেটে। ওয়ানডে সিরিজ চট্টগ্রামে। শুরু ১৩ মার্চ।
টি-টুয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও আলিস আল ইসলাম।
প্রথম দুই ম্যাচের ওয়ানডে দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post