ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুঃস্বপ্নের মতো একটা ওয়ানডে সিরিজ কাটল বাংলাদেশের। হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা হলো টাইগারদের। সেই ধাক্কা টি-টোয়েন্টিতে কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সৌম্য সরকারের।
সদ্য শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচে ভাল রান করলেও জেতা হয়নি। সোমবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সৌম্য সরকার আশা করছেন এবার পথ খুঁজে পাবে দল।
উইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে অনুশীলন করার ফাঁকে সৌম্য বলেন, ‘দেখুন, আমাদের বোলাররা সব সময় ভালো করে আসছিল। এই সিরিজটাতে তারা স্ট্রাগল করেছে। আমার কাছে মনে হয়, আশা করি সামনে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। পাশাপাশি ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু ওয়ানডেতে আমরা তিন শ রান করেছি, এখানে যদি তারা সেটার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে বোলার আর ব্যাটসম্যান মিলে একটা ভালো টুর্নামেন্ট হবে।’
এবার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিনটিতেই ভাল করতে চায় বাংলাদেশ। সৌম্য বলেন, ‘কারা বড় দল, কারা ছোট দল, সেটা থেকে বড় কথা হচ্ছে কারা ২০টা ওভার ভালো খেলবে, কারা ৪০টি ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিনটি দিকই ভালো করতে পারি, দল হিসেবে যদি খেলতে পারি, আশা করি তাদের আমরা আরামে হারাতে পারব।’
কিংসটাউনে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু সকাল ৬টা থেকে।
Discussion about this post