ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন বছরের প্রথম মাসেই সংযুক্ত আরব আমিরাতের ড়াবে টি-টেন লিগ। যেখানে কালান্দার্সের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি। আর আবু ধাবির হয়ে মাঠ মাতাবেন ক্রিস গেইল। দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে এক ভিডিও বার্তায় গেইল নিশ্চিত করেছেন টুর্নামেন্টটিতে খেলার ব্যাপারে এবং ঝড়ের আভাসও দিয়ে রাখলেন নিজেই।
আবু ধাবির আইকন ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস গেইল। দলে যোগ দিয়েই হুংকার দিয়ে রেখেছেন তিনি। এই ভিডি বার্তায় এ তারকা বলেন,‘টিম আবু ধাবি, কী অবস্থা? এই যে ক্রিস গেইল, দ্য ইউনিভার্সাল বস চলে এসেছে। টি-১০ এ যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। শীঘ্রই দেখা হচ্ছে। আবু ধাবি, তোমার কাছে গেইল ঝড় আসছে!’
এদিকে আবু ধাবি দলে আরও চুক্তি বদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। দলটিতে আরও আছেন লুক রাইট, হেইডেন ওয়ালশ, অভিষ্কা ফার্নান্দো ও রোহান মুস্তাফা।
এবারের টি-টেন লিগে পুনে ডেভিলসের আইকন ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সেই সঙ্গে দলটি পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে দলে নিয়ে চমক দেখিয়েছে।
Discussion about this post