বলা হয় ক্রিকেট নাকি চার-ছক্কার খেলা। এখানে রান বন্যা বইয়ে গেলেই বেশি খুশি নন ভক্তরা। তারই প্রস্তুতি চলছে এবার। টি-টুয়েন্টি ক্রিকেটের উত্তেজনাকেও ছাড়িয়ে যাবে নতুন আরেক ফরম্যাট। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করন টি-টেন ক্রিকেট লিগ। মানে ১০ ওভারের খেলা!
প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ডাক পেয়ে ইতিহাসের অংশ হচ্ছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। রোববার দুবাইয়ে এই টুর্নামেন্টের জন্য অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে দল পেয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রথমবারের এই আয়োজনে অংশ নেবে মোট ৬টি দল।
রোববার জানা গেল টি-টেন টুর্নামেন্টে পাখতুনের হয়ে খেলবেন ওপেনার তামিম ইকবাল। মুস্তাফিজুর রহমানের দল বেঙ্গল টাইগারস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েছে কেরালা কিংস। এই দলে তিনি কোচ হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। খেলবেন কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীরের মতো বড় তারকারা।
কাটার মাস্টার মুস্তাফিজের বেঙ্গল টাইগারস দলের নেতৃত্বে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তাছাড়া এই দলে আছেন সুনীল নারিন, ড্যারেন সামি। তামিম ইকবালের পাখতুন দলে আছেন মোহাম্মদ ইরফান,ফখর জামান, ডেয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ ও জুনায়েদ খান।
সব মিলিয়ে আসছে মাসে আরেকটি জমজমাট টুর্নামেন্ট দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতে!
Discussion about this post