বিশ্বকাপের আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে টি-টেন লিগ। যা কীনা আবুধাবির ফ্রাঞ্চাইজি ক্রিকেট। যেখানে আছে বাংলাদেশি মালিকানাধীন দলও। সেই দলটি আগেই সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় ও অধিনায়ক ঘোষণা করেছে। বাংলা টাইগার্স ড্রাফটে নিয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটারকে। সব মিলিয়ে সোমবার চার বাংলাদেশিকে পেয়েছেন টি-টেন লিগে দল।
বাংলা টাইগার্স নিয়েছে বাংলাদেশের টি-টুয়েন্টি দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহানকে। ‘সি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। পাশাপাশি ইমার্জিং ক্যাটাগরিতে এই দলটিতে আছেন পেস বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী।
ড্রাফটে দল পাওয়া অন্য দুই দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে তাসকিন খেলবেন ডেক্কান গ্ল্যাডিয়েটর্সে। টিম আবুধাবি কিনেছে পেসার মুস্তাফিজুর রহমানকে।
সাকিবকে দলে টেনে আগেই চমক দেখিয়েছে বাংলা টাইগার্স। এবার সোহান আর মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে দলটার নামও যেন স্বার্থক করল তারা। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও দল পাওয়ায় রঙিন হলো এবারের টি-টেন লিগ। মুস্তাফিজুর রহমানকে নিয়েছে টিম আবুধাবি। তাসকিনকে দলে টানল ডেকান গ্ল্যাডিয়েটরস।
কিন্তু দল পাননি বেশ কয়েকজন ক্রিকেটার। হতাশই হতে হলো- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুবকে।
২৩ নভেম্বর শুরু হবে এবারের আবুধাবি টি-টেন লিগ। শেষ ৪ ডিসেম্বর। অংশ নেবে আট ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হলো-বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেক্কান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও টিম আবুধাবির সঙ্গে নতুন দুটি দল মরিসভিলে এসএএমপি আর্মি ও নিউইয়র্ক স্ট্রাইকার্স।
Discussion about this post