আরেকটু হলে এই ম্যাচটাও হাতছাড়া হয়ে যাচ্ছিল পাকিস্তানের। যদিও শেষ পর্যন্ত কেপটাউনে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়েছে সফরকারীরা। এর অর্থ ১-১ সমতায় সিরিজ শেষ হয়েছে সিরিজ।।
শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ১৭৬ রান। মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ৪১ বলে ৬৩। উমর আকমল ৩৭ বলে করেন ৬৪।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল হলেও শেষটা জমেনি। হাশিম আমলা ৪০ বলে করেন ৪৮।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। কিন্তু ৩০ রান করে তারা। ২০ ওভারে রান দাড়ায় ৪ উইকেটে ১৭০।
এর আগে প্রথম টি-টুয়েন্টিতে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪ রানে জিতে দক্ষিণ আফ্রিকা।
রোববার থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৭৬/৪ (জামশেদ ১৯, হাফিজ ৬৩, উমর ৬৪, আফ্রিদি ১৩*; স্টেইন ২/২৯)
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭০/৪ (আমলা ৪৮, ডি কক ২৬, ডুমিনি ৪৭*, মিলার ২২*, আফ্রিদি ৩/২৮, আজমল ১/৩০)
ফল: পাকিস্তান ৬ রানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা: মোহাম্মদ হাফিজ
Discussion about this post