ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগেই একের পর এক সুখবর মিলছে। এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরার পরই গত বুধবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। এবার টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের প্রথম হালনাগাদে ফিরে পেলেন দুই নম্বর স্থান।
আইসিসি টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকার সময়ই নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে ফের বাংলাদেশের এই তারকা ক্রিকেটার ফিরে পেলেন আগের জায়গা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
বুধবার টি-টুয়েন্টি নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব রয়েছেন দুইয়ে। নবির পয়েন্ট ২৯৪। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ২২০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনে।
জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। র্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা এর বেশি সময় নিষিদ্ধ হলে র্যাঙ্কিংয়ের বাইরে চলে যান। তাইতো তিন সংস্করণেই র্যাঙ্কিং থেকে বাদ পড়েন সাকিব। নিষেধাজ্ঞা শেষে ফের ফিরলেন তিনি।
টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৪৯তম স্থানে। লিটন দাস রয়েছেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে সাকিব। ৩১তম স্থানে পেসার মুস্তাফিজুর রহমান।
র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের সেরা ইংল্যান্ডের দাভিদ মালান। বোলিংয়ে নাম্বার ওয়ান আফগানিস্তানের রশিদ খান।
			
                                









Discussion about this post