টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের নাম ঘোষণা করা হয়েছে।
মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশের এই দলটিকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ ব্যালান্সড দল বলে মন্তব্য করেছেন। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগকে শক্তিশালি করে এই দল গড়া হয়েছে। ১৫ সদস্যের এই দলে তেমন কোন চমক নেই। সাম্প্রতিককালে টি-টুয়েন্টিতে যারা নিয়মিত পারফরর্ম করেছেন তাদেরই নিয়েই গড়া হয়েছে এই দল। ফারুক আহমেদ জানান-‘পুরুষদের দলটিতে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল রাখা হয়েছে। মমিনুল হক ও সাব্বির রহমানের মতো তরুণ ক্রিকেটার এই দলে জায়গা পেয়েছেন। স্পিনার আরাফাত সানি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দেখালেও আমরা দলের ব্যালান্স ঠিক রাখতেই তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি। বোলিং বিভাগে আমাদের বেশ গভীরতা আছে। তিনজন পেসার ও একজন সিমিং অলরাউন্ডারকে রাখা হয়েছে দলে। স্পিন বিভাগ হল আমাদের আক্রমনের প্রধান শক্তি। এই বিভাগে সাকিবের সঙ্গে থাকছে রাজ্জাক ও সোহাগ গাজী।’
বাংলাদেশ দল (পুরুষ)
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম, এনামুল, শামসুর রহমান, সাকিব, মমিনুল, নাসির, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি, ফরহাদ রেজা, রুবেল ও আল-আমিন।
বাংলাদেশ দল (মহিলা)
সালমা (অধিনায়ক), জাহানারা, রুমানা, ফারজানা, আয়েশা, লতা, সানজিদা, ফাহিমা, পান্না, শারমিন, নুজহাত, খাদিজাতুল, সোহালি, শামীমা ও শায়লা।
Discussion about this post