২০২১ সালটা মনে রাখার মতো কেটেছে তার। সেই পুরস্কারটাও পেয়ে গেলেন মোহাম্মদ রিজওয়ান । আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টুয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতলেন পাকিস্তানের এই কিপার-ব্যাটার। মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ট্যামি বিউমন্ট।
রোববার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান জস বাটলার, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার লেগ-স্পিনিং অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে টপকে সেরা হলেন রিজওয়ান।
২০২১ সালে ২৯ টি-টুয়েন্টি খেলে ৭৩.৬৬ গড় ও ১৩৪.৮৯ স্ট্রাইক রেটে ১৩২৬ রান করেন রিজওয়ান। ২৪ ডিসমিসালও ছিল তার।
গেল বছর আরেক কীর্তি গড়েন। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করেন রিজওয়ান। প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে এক বছরে দুই হাজার রানও করেন।
এমন অর্জনের পর রিজওয়ান বলেন, ‘আমাকে ভোটে বর্ষসেরা পুরুষ টি-টুয়েন্টি খেলোয়াড় নির্বাচিত করায় আমি সতীর্থ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। এই পুরস্কার আমাকে ২০২২ সাল ও এর পরেও পাকিস্তানের হয়ে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করবে। আমরা যেন সম্মিলিতভাবে বিশ্বের সেরা টি-টুয়েন্টি দল হিসেবে আমাদের লক্ষ্য পূরণ করতে পারি এবং এর পথ ধরেই আমাদের সমর্থকের সংখ্যা বাড়াতে পারি।’
এদিকে ইয়ানেমান মালান ২০২১ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। মেয়েদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের ফাতিমা সানা।
Discussion about this post