আগেই ঠিক ছিল নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্ব। কারণ দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এর আগে পায়নি ২০ ওভারের বিশ্বকাপের শিরোপা। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে ছিল দারুণ উত্তেজনা। কিন্তু মাঠের লড়াইয়ে তার দেখা নেই। রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়াই হলো একপেশে। যেখানে ৭ বল বাকি থাকতেই অনায়াসে জিতল অজিরা। জিতে নিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। রেকর্ড ৫বারের ওয়ানডে বিশ্বজয়ীরা এবার ২০ ওভারেও বিশ্বসেরা।
দ্বিতীয়বার ফাইনালে উঠে প্রথমবার শিরোপা জিতল অজিরা। আর শিরোপা অধরাই থাকল নিউজিল্যান্ডের। কিছুই করা হলো না। আসল লড়াইয়ে হতাশ করল কেন উইলিয়ামসনের দল। ৮ উইকেটে তাদের হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
কিউইরা সেই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে তারা পাত্তা পায়নি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দারুণ খেলেও হেরে যায় ইংল্যান্ডের কাছে। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে উইলিয়ামসনদের কাঁদালেন ওয়ার্নার-শন মার্শরা।
দুবাইয়ের মাঠে রোববার টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ৪৮ বলে ৮৫ রান। এরপর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটিং দাপটে ৭ বল আগেই জয়ের বন্দরে অজিরা। ওয়ার্নার ৫৩ রানে বিদায় নিলেও মার্শ ৭৭ রানে অপরাজিত। ২৮ রানে নটআউট ম্যাক্সওয়েল। তবে ফাইনালের সেরা মার্শ!
টুর্নামেন্ট সেরা ওয়ার্নার : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর সেরা খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৭ ম্যাচে ২৮৯ রান করে সেরাদের সেরা হলেন তিনি।
ফাইনাল সেরা মিচেল মার্শ : ১৭৩ রানের জবাব দিতে নেমে দারুণ ব্যাট করলেন মিশেল মার্শ। ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। ৫০ বলে ৬ চার ও ৪ ছক্কায় ম্যাচসেরা ইনিংস খেলেন এই অজি তারকা।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৪ (গাপটিল ২৮, মিচেল ১১, উইলিয়ামসন ৮৫, ফিলিপস ১৮, নিশাম ১৩*, সাইফার্ট ৮*; স্টার্ক ৪-০-৬০-০, হেইজেলউড ৪-০-১৬-৩, ম্যাক্সওয়েল ৩-০-২৮-০, কামিন্স ৪-০-২৭-০, জ্যাম্পা ৪-০-২৬-১, মার্শ ১-০-১১-০)।
অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৭৩/২ (ওয়ার্নার ৫৮, ফিঞ্চ ৫, মার্শ ৭৭*, ম্যাক্সওয়েল ২৮*; বোল্ট ৪-০-১৮-২, সাউদি ৩.৫-০-৪৩-০, মিল্ন ৪-০-৩০-০, সোধি ৩-০-৪০-০, স্যান্টনার ৩-০-২৩-০, নিশাম ১-০-১৫-০)।
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ফাইনালসেরা : মিচেল মার্শ
বিশ্বকাপ রোল অব অনার
বছর চ্যাম্পিয়ন
২০০৭ ভারত
২০০৯ পাকিস্তান
২০১০ ইংল্যান্ড
২০১২ ওয়েস্ট ইন্ডিজ
২০১৪ শ্রীলঙ্কা
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ
২০২১ অস্ট্রেলিয়া
Discussion about this post