বৃহস্পতিবারই বাংলাদেশের টি-টুয়েন্টি ক্রিকেটে শেষ হয়ে যাবে মাশরাফি অধ্যায়। ঘোষণা দিয়ে রেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি খেলেই গুডবাই বলবেন তিনি। তারপর শুধু ওয়ানডে ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। তাইতো মাশরাফি বিন মুর্তজা উত্তরসূরি কে হচ্ছেন এই প্রশ্নটা উঠছে।
শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য ইঙ্গিত দিয়ে রাখলেন।টাইগারদের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমাদের ভাবনা সব সময় মুশফিক, সাকিব, মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহ ছিল। এ অবস্থায় মুশফিক, মাশরাফি বাদে থাকে তামিম, মাহমুদউল্লাহ আর সাকিব। এক্ষেত্রে সাকিব সহ-অধিনায়ক, তাই আমরা মনে করি টি-টুয়েন্টির অধিনায়ক ওর হওয়া উচিত। ফর্ম, মানসিকতা-সবদিক দিয়েই সাকিব অনেক বেশি পরিণত।’
শ্রীলঙ্কা সফরের আগে থেকেই টি-টুয়েন্টি থেকে মাশরাফির অবসর নিয়ে একটা গুঞ্জন অবশ্য ছিল। কিন্তু হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত জানাবেন, তা হয়তো কেউ চিন্তা করেননি। বাংলাদেশ দলকে ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে সর্বাধিক ৯ ম্যাচে জয় এনে দিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক।
এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ২০০৯ এবং ২০১০ সালের যে সব ম্যাচের কোনোটিতেই অবশ্য জিততে পারেনি বাংলাদেশ।
এবারই প্রথম টি-টুয়েন্টিতে পূর্নাঙ্গ অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব। এর আগে যে দুইবার তিনি দায়িত্ব পালন করেছেন, তা মাশরাফি বিন মুর্তজা হঠাৎ ইনজুরিতে পড়ায়। এবার বাংলাদেশের ২০ ওভারের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে সাকিব অধ্যায়!
Discussion about this post