আবারো টি-টুয়েন্টি দলের নেতৃত্বে দেখা যাবে অভিজ্ঞ সালমা খাতুনকে। পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে টি-টুয়েন্টির অধিনায়ক করা হল নারী দলের প্রথম অধিনায়ক সালমা খাতুনকে। অবশ্য ওয়ানডেতে আগের মতোই নেতৃত্বে থাকবেন অলরাউন্ডার রুমানা আহমেদ।
সেই ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সালমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন নতুন অধিনায়ক করা হয়েছিল পেসার জাহানারা আলমকে। এরপর ওয়ানডে অধিনায়ক করা হয় রুমানাকে। এরপর টি-টুয়েন্টির অধিনায়কও হন তিনি। কিন্তু দুই বছর পর আবারও নেতৃত্ব ফিরে পেয়েছেন সালমা।
দলে নেই লতা মণ্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শারমিন আক্তার সুপ্তা। এখন সিলেটে চলছে নারী দলের প্রস্তুতি ক্যাম্প।
বাংলাদেশ নারী দল
রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টুয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন ছন্দা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।
Discussion about this post