নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা ইনজুরির কারনে খেলা হয়নি তামিম ইকবালের। বুধবার কিউইদের সঙ্গে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও খেলা হচ্ছে না এ ওপেনারের। ডাক্তাররা আপাতত বিশ্রামেই থাকতে বলেছেন তাকে। তাইতো সোমবার রাতেই টিম হোটেল ছেড়ে বাসায় চলে গেছেন তামিম।
দলে ডাক পাওয়া অলরাউন্ডার সৌম্য সরকারের একাদশে থাকাটা অবশ্য মঙ্গলবার নিশ্চিত করেনি টিম ম্যানেজম্যান্ট। ওয়ানডে সিরিজের পর এবার টি-টুয়েন্টিতেও কিউইদের হারাতে তৈরি মুশফিকুর রহীম। বাংলাদেশ অধিনায়ক যেমনটা বলছিলেন, ‘জয় দিয়েই আমরা ওদের সঙ্গে এবারের লড়াইটা শেষ করতে চাই। যদিও আমাদের টি-টুয়েন্টি রেকর্ড তেমন ভাল নয়। তাইতো ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি আমরা।’
জিততে তৈরি কিউইরাও। মঙ্গলবার দলের ক্রিকেটার টিম সাউদি বলছিলেন, ‘পুরো সিরিজটাই হতাশার অন্যনাম হয়ে থেকেছে আমাদের জন্য। কিন্তু আমরা জয় দিয়ে শেষ করতে চাই। তাতে দুঃখ কিছুটা হলেও কমবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে দুটি টি-টুয়েন্টি খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ।
Discussion about this post