ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার একাদশটা দেখে চমকে উঠেছিলেন অনেকেই। সেটাই তো স্বাভাবিক। কারণ এই ম্যাচে যে মুশফিকুর রহিমের উইকেট কিপিং করার কথা ছিল। সিরিজ শুরুর আগে তেমনটাই বলেছিলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। যেখানে বলা হয়েছিল, কিউইদের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে কিপার থাকবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে মুশফিক।
সেটাই ছিল প্রথম দুই টি-টুয়েন্টিতে। কিন্তু রোববার তৃতীয় ম্যাচেও কিপার হিসেবে দেখা যায় সোহানকে। কেন এমনটা হলো?
-এই প্রশ্নের উত্তর অবশ্য মিলিছে কিউইদের কাছে হারের পরই। জানা গেল, কিপিং নিয়ে বদলে গেছে মুশফিকের ভাবনা। তাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিয়েছে এই সিদ্ধান্ত। টি-টুয়েন্টি ক্রিকেটে মুশফিক আর কিপিং করতে চান না বলে জানালেন, বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
ম্যাচের পর মুশফিকের কিপিং না করার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ কোচ ডমিঙ্গো বলেন, ‘দেখুন, এখানে একটু বদল এসেছে। প্রাথমিকভাবে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম। দ্বিতীয় ম্যাচের পর কিপিং করার কথা ছিল ওর। কিন্তু মুশফিক আমাকে বলেছে, ও সম্ভবত টি-টুয়েন্টিতে আর কিপিং করতে চায় না।’
ডমিঙ্গো আরও বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না, মুশফিকের আর এই ফরম্যাটে উইকেট কিপিং করার প্রবল ইচ্ছা আছে। এই সিরিজে তাই সোহান ও সম্ভবত লিটনের দিকেই এ দায়িত্ব পালনের জন্য মনোযোগ দিতে হবে আমাদের।’
বলা দরকার, ২০১৯ সাল থেকে টেস্টেও নিয়মিত কিপিং করছেন না মুশফিক। এখন সরে গেলেন টি-টুয়েন্টি থেকেও। বাকি থাকল কেবল ওয়ানডে। এখানে কিপিং চালিয়ে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।
Discussion about this post