টি-টুয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড মোটেও ভাল নয়। সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ঠিক দেখা হচ্ছে না। তবে এবার প্রতিপক্ষ অপেক্ষাকৃত কম শক্তিধর। তাইতো জিম্বাবুয়ের সঙ্গে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান শোনালেন আশার কথা। তিন ম্যাচের এই সিরিজ জয়েই চোখ টাইগারদের। যদিও দলে নেই সিনিয়র ক্রিকেটাররা। বিশ্রামে পাঠানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। ছুটিতে সাকিব আল হাসান। আর তামিম ইকবাল তো এই ফরম্যাটকে বিদায়ই বলে দিয়েছেন।
এ অবস্থায় রিয়াদের জায়গায় নেতৃত্বে আসা সোহান জানিয়ে রাখলেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারির থেকে বাউন্ডারিও মারতে পারব। এখানে একটা সুযোগ, বা আমাদের চাওয়া-নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’
এমনিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে বাংলাদেশ এগিয়েই আছে। এ অব্দি ১৬ বার লড়েছে দুই দল। যেখানে বাংলাদেশ জিতেছে ১১ বার। ৫ বার জিম্বাবুয়ে।
এবার অবশ্য তারুণ্য নির্ভর দল লড়বে। তাতেও আত্মবিশ্বাসের কমতি নেই সোহানের। জানিয়ে রাখলেন, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। আমরা ৬-৭ বছর ধরেই খেলছি। অভিজ্ঞরা আছে। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হবো, তবে সেটির জন্য প্রস্তুত আছি।’
চোখ তিন ম্যাচেই জয় টাইগারদের। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন, শিখতে আসি নাই। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি।’
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টুয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
বাংলাদেশ দল-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।
Discussion about this post