সাকিব আল হাসান মানেই নতুন সব বিস্ময়! তিনি মাঠে নামলেই যেন রেকর্ড। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার!
বুধবার ১৩১ উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে নামেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম ওভারের প্রথম বলেই উইকেট। এরপরের দুই ওভারে আরও দুটি। আর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২২ রানে ৫ উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার। তার পথ ধরে উইকেট ১৩৬টি।
৫ উইকেট নিয়ে টি-টুয়েন্টি ইতিহাসে নতুন ইতিহাস গড়লেন সাকিব। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনিই। ১২২ ইনিংসে ২০.৬২ গড় ও ৬.৭৯ ইনোকমিতে এই অর্জন। নিউজিল্যান্ডের টিম সাউদির ১০৫ ইনিংসে উইকেট ১৩৪টি। এরপরইন রশিদ খান (১২৯), ইশ শোধী (১১৪) আর লাসিথ মালিঙ্গা (১০৭)।
সাকিব ফের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উইকেট শিকারের তালিকার শীর্ষে। ১০৫ ইনিংস বোলিং করে ১৩৪ উইকেট সাউদির। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার চট্টগ্রামে ২২ রানে ৫ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন সাকিব। ১১২ ইনিংসে তার উইকেট ১৩৬টি।
সাকিব টি-টুয়েন্টিতে এক ম্যাচে ৪ বা ততোধিক উইকেট নিলেন তিনি ৭ বার। এখানেও উঠে গেলেন নতুন অর্জন। ৬ বার করে এই কৃতিত্ব দেখাতে পেরেছেন আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের উমর গুল এবং বতসোয়ানার ধ্রুবকুমার মাইসুরিয়া।
এমন সাফল্যের পর সাকিব বলেন, ‘অবশ্যই খুশি। বাংলাদেশি কেউ শীর্ষে আছে। শেষ কয়েকটি ম্যাচে আমাদের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা ছিল তা ধরে রাখতে চেয়েছিলাম। মাঠে সেটাই করেছি। বড় দল হতে হলে অবশ্যই মাঠে গিয়ে প্রথম বল থেকেই নিজেদের মেলে ধরতে হবে। আমরা সেটাই আলোচনা করেছি এবং সেভাবেই খেলেছি।’
Discussion about this post