বাংলাদেশে এখন চলছে সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি। এই টিকাদান সপ্তাহে টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিক জানিয়েছেন, মারাত্মক রোগ থেকে টিকাই নিজেকে, প্রিয়জনকে আর পুরো পৃথিবীকে রক্ষা করেছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছেলে শাহরুজ রহিম মায়ানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মুশফিক। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে, আমার সন্তানকে এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা। তাই এই বিশ্ব টিকাদান সপ্তাহে, ইউনিসেফ এর জরুরি আহ্বানের সাড়া দিন: আপনার এবং আপনার শিশুর সময়মতো টিকা নিশ্চিত করে নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন।’
একইসঙ্গে টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইউনিসেফের শুভেচ্ছাদূত জানিয়েছেন মারাত্মক রোগ থেকে টিকাই তাকে ও আপনজনদের রক্ষা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সাকিব।
ক্যাপশনে তিনি সবার টিকা নিশ্চিত করার ব্যাপারে দৃষ্টি দিয়েছেন সাকিব। বিশ্বসরো অলরাউন্ডার লিখেছেন, ‘টিকা আমাকে, আমার সন্তানদের, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে। এই টিকাদান সপ্তাহে আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং প্রতিটি মানুষের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফ এর সাথে আপনিও যোগ দেন।’
Discussion about this post