শেষ পর্যন্ত নাটকীয় কিছুই ঘটল না। নিস্প্রাণ ড্র হলো শ্রীলঙ্কা-বাংলাদেশ ক্যান্ডি টেস্ট। তবে আক্ষেপে পুড়বেন নিশ্চয়ই তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসেও যে পেলেন না শতরান। শেষ দিনেও পালেকেল্লেতে থাকল বৃষ্টির বাধা। শেষ বিকেলে খেলাই হল না। চা বিরতির আগে দুর্দান্ত ব্যাটিং করলেন তামিম। তার পথ ধরে ফল আসেনি বাংলাদেশ-শ্রীলঙ্কার পাল্লেকেলে টেস্টে।
তবে স্বস্তির খবর। দেশের বাইরে টানা ৯ টেস্ট হারার পর এবার অন্তত ম্যাচ বাঁচাল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ ম্যাচে এসে প্রথম পয়েন্টের দেখাও মিলল।
রোববার টেস্টের শেষ দিনে তামিম অপরাজিত ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে ৭৪ রানে। ম্যাচের শেষ দিনে রোববার চা বিরতির পর বৃষ্টির কারণে খেলা হতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তুলে ২ উইকেটে ১০০। বাংলাদেশ অধিনায়ক অপরাজিত ছিলেন ৮৬ বলে ২৩ রান করে। অথচ দিনের খেলা বাকি ছিল ৩৫ ওভার।
এর আগে পালেকেল্লে স্টেডিয়ামে পঞ্চম দিন সকালে বাংলাদেশ নিয়েছে লঙ্কানদের পাঁচ উইকেট। উইকেট হারালেও দ্রুত রান তুলে গেছে শ্রীলঙ্কা। হিসাব জানাচ্ছে-ওভারপ্রতি প্রায় পাঁচ করে। রোববার প্রথম সেশনে স্বাগতিকরা ৩০ ওভারে করে ১৩৬ রান।
আগের দিন পুরোটা সময় দাপট ছিল দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার। এই জুটিকে অবশেষে থামান পেসার তাসকিন আহমেদ। ২৩৪ রানে দিন শুরু করেন করুনারত্নে। ১৫৪ রানে ধনাঞ্জয়া। ২২ চারে ২৯১ বলে ১৬৬ রানে আউট ধনাঞ্জয়া। করুনারত্নের সঙ্গে তিনি গড়লেন ৩৪৫ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে যে কোনো জুটিতে এটিই শ্রীলঙ্কার সর্বোচ্চ।
২৪৪ রানের ফেরেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৬৯৮ মিনিটের ক্যারিয়ার সেরা ইনিংস শেষ হয় ৪৩৭ বল খেলে। বাউন্ডারি ২৬টি। হাসারাঙ্গা (৫৫ বলে ৪৩) লড়ে মাঠ ছাড়েন।
তবে স্বস্তির খবর ড্র নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৯ এপ্রিল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ৩৬-১৪-৮১-১, বিশ্ব ৩৫-৯-৯৬-৪, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ৩৬-২-১১১-০, করুনারত্নে ১-০-৫-০)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৮/৮ (ডি.) (আগের দিন ৫১২/৩) (করুনারত্নে ২৪৪, ধনাঞ্জয়া ১৬৬, নিসানকা ১২, ডিকভেলা ৩১, হাসারাঙ্গা ৪৩, লাকমল ২২*, বিশ্ব ০*; আবু জায়েদ ১৯-২-৭৬-০, তাসকিন ৩০-৬-১১২-৩, ইবাদত ২১-১-৯৯-১, মিরাজ ৫৮-৬-১৬১-১, তাইজুল ৪৫-৯-১৬৪-২, মুমিনুল ৪-০-১৮-০, সাইফ ২-০-৫-০)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৩ ওভারে ১০০/২ ( তামিম ৭৪*, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ২৩*, লাকমল ৮-২-২১-২, বিশ্ব ৫-২-১৮-০, ধনাঞ্জয়া ১১-১-৪৬-০, হাসারাঙ্গা ৯-০-১৫-০)।
ফল: ম্যাচ ড্র।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ০-০ সমতা।
ম্যাচসেরা: দিমুথ করুনারত্নে।
Discussion about this post