সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে রীতিমতো আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছিল শ্রীলঙ্কা। কিন্তু এরপরই ছন্দপতন। বিরাট কোহলি বিহীন ভারতীয় দলের সঙ্গেও পেরে উঠেনি সফরকারীরা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়। এরই পথ ধরে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জিতল ভারত।
বিশাখাপত্তমে রোববার টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুসফরকারীরা ৪৪.৫ ওভারে ২১৫ রানে অলআউট। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় রোহিত শর্মার দল। ২-১ এ সিরিজ জিতল স্বাগতিকরা।
ম্যাচে ভারতের জয়ের নায়ক শিখর ধাওয়ান ৮৫ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ঠিক ১০০ রান করেন তিনি। সঙ্গে শ্রেয়াস আয়ার ৬৫ এবং দিনেশ কার্তিক ২৬ রান করেন। রোহিত শর্মা ৭ রান করেন। অবশ্য আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেছিলেন রোহিত।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ৮২ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলেন উপুল থারাঙ্গা। সামারাবিক্রম করেন ৪২ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও যোবেন্দ্র চাহাল। হার্দিক পান্ডিয়া দুটি এবং ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ তুলেন একটি করে উইকেট।
এবার ভারত ও শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লড়বে।
Discussion about this post