আগের ম্যাচে সেঞ্চুরি করে জন্ম দিয়েছিলেন নতুন বিশ্বকাপ রেকর্ডের। এবার আরো বড় চমক। টানা চতুর্থ শতরান হাকিয়ে বিশ্বরেকর্ডের জন্ম দিলেন কুমার সাঙ্গাকারা।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ৪ ম্যাচে সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা।
বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে এমন অভিজাত রেকর্ড গড়েন শ্রীলঙ্কার এ ব্যাটসম্যান।
হোবার্টে ৮৬ বলে করেন শতরান। এটিা ওয়ানডেতে তার ২৫তম সেঞ্চুরি।
এবারের বিশ্বকাপে তিন ম্যাচেই পান শতরান। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান করেন তিনি। এবাপর স্কটিশদের বিপক্ষে ১২৪। তাতেই বিশ্বরেকর্ড!
এমনিতে ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরির ঘটনা আছে ৬টি। একজনই পেলেন টানা চারটি।
কুমার সাঙ্গাকারার এমন রেকর্ড গড়া ম্যাচে স্কটল্যান্ডকে ১৪৮ রানে হারাল শ্রীলঙ্কা। এটি এই বিশ্বকাপে তাদের চতুর্থ জয়।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৬৩/৯ (থিরিমান্নে ৪, দিলশান ১০৪, সাঙ্গাকারা ১২৪, জয়াবর্ধনে ২, ম্যাথুস ৫১, কুশল ২৪, থিসারা ৭, প্রসন্ন ৩, কুলাসেকারা ১৮*, মালিঙ্গা ১, চামিরা ১২*; ডেভি ৩/৬৩, বেরিংটন ২/৩২)
স্কটল্যান্ড: ৪৩.১ ওভারে ২১৫/১০ (কোয়েটজার ০, ম্যাকলয়েড ১১, মাচান ১৯, মমসেন ৬০, কোলম্যান ৭০, বেরিংটন ২৯, লিস্ক ২, ক্রস ৭, টেইলর ৩, ডেভি ৪, ইভান্স ১*; কুলাসেকারা ৩/২০, চামিরা ৩/৫১)
ফল: শ্রীলঙ্কা ১৪৮ রানে জয়ী
ম্যাচসেরা: কুমার সাঙ্গাকারা।
Discussion about this post