ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাফল্যের হাওয়ায় রীতিমতো উড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টানা পাঁচ জয় তুলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বিকেএসপিকে অনায়াসেই হারিয়েছে রূপগঞ্জ। মুমিনুল হকের দুর্দান্ত ইনিংসে তুলে নেয় ৫ উইকেটের জয়।
কিন্তু আক্ষেপে মাঠ ছাড়েন মুমিনুল হক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আউট এই তারকা ব্যাটসম্যান। সোমবার শুরুতে ব্যাট করতে নেমে বিকেএসপিকে ৫০ ওভারে ৯ উইকেটে ১৮১ রানে আটকে রাখে লিজেন্ডসদের বোলাররা।
এরপর জবাবে নেমে ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ। তারই পথ ধরে আট ম্যাচের সাতটিতেই জিতলো নাঈম ইসলামের দল। আবার আট ম্যাচের পাঁচটিতেই হারলো বিকেএসপি।
৩০ বল বাকি থাকতেই অনায়াস এই জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে নাঈম ইসলামের দল। আট ম্যাচে এটি রুপগঞ্জের টানা পঞ্চম ও সব মিলিয়ে সপ্তম জয়। বিকেএসপিকে হারিয়ে তিন থেকে আবারও পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে রূপগঞ্জ। সমান ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে আবাহনী।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বিকেএসপি। এ পর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ১০২। যদিও খেলে ফেলে ২৯ ওভার। এরপরই রূপগঞ্জ চেপে ধরে তাদের। সেই ধাক্কা আর সামলে উঠা হয়নি। সর্বোচ্চ ৫২ রান করেন শামীম হোসেন। যদিও খেলেন ১০৭ বল। প্রান্তিক নওরোজ নাবিল ৮১ বলে করেন ৩৮ রান। আর ফাহাদ আহমেদ ১৮ বলে ২০।
১০ ওভারে ৫১ রানে ৫ উইকেট নিয়ে লিজেন্ডসদের সেরা বোলার ভারতীয় ক্রিকেটার রিশি ধাওয়ান। মুক্তার আলি ১০ ওভারে ২৯ রানে ২টি, মোহাম্মদ শহীদ ৩০ রানে শিকার করেন এক উইকেট।
জবাবে নেমে অবশ্য দলের ৯ রানেই মোহাম্মদ নাঈমকে হারায় রূপগঞ্জ। এরপর পথ দেখান মুমিনুল ও মেহেদী মারুফ। দু’জন গড়েন ৭৭ রানের জুটি। মারুফ ২৭ রানে ধরেন সাজঘরের পথ। তৃতীয় উইকেটে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে ৮৮ রানের বড় জুটি গড়েন মুমিনুল। নাঈম ৬৪ বলে ৩১ করে ফেরেন।
অন্যপ্রান্তে মুমিনুল ছিলেন শতরানের পথে। কিন্তু নার্ভাস ৯৩ রানে সুমন খানের বলে ক্যাচ দেন তানজিম হাসানকে। ১১২ বলে ৮ চার ও ২ ছক্কার ইনিংসটি আক্ষেপে শেষ হয।
তারপর ধাওয়ানকে দলকে পথ দেখান শাহরিয়ার নাফীস। নাফীস ১২ ও ধাওয়ান ২ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা রিশি ধাওয়ান।
সংক্ষিপ্ত স্কোর-
বিকেএসপি: ৫০ ওভারে ১৮১/৯ (নওরোজ ৩৮, ফাহাদ ২০, শামিম ৫২, আকবর ৯, আমিনুল ১৩, কাইয়ুম ১১, সাদমান ১৫, তানজিম ৩, সুমন ১০, আবু নাসের ২*; শুভাশিস ০/৩০, নাবিল ০/৩, ধাওয়ান ৫/৫১, শহীদ ১/৩০, নাঈম ০/৩২, মুক্তার ২/২৯)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫ ওভারে ১৮২/৫ (মারুফ ২৭, মোহাম্মদ নাঈম ৮, মুমিনুল ৯৩, নাঈম ৩১, শাহরিয়ার ১২*, জাকের ০, ধাওয়ান ২*; তানজিম ১/৩৩, শামিম ০/২৪, আবু নাসের ০/২৪, সুমন ২/৩২, মুরাদ ০/২৯, কাইয়ুম ২/২৮, আমিনুল ০/১১)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রিশি ধাওয়ান
Discussion about this post